বঙ্গবার্তা ব্যুরো,
দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নামে ‘হাফফেডারিলিজম’ চালানো হচ্ছে। শুক্রবার সংসদে এই অভিযোগ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য নয়, ভোটমুখী বাজেট করেছে মোদি সরকার।বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি একে সোনার হরিণ বলেও উল্লেখ করেন। নিজের কথার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বিহার এবং বাংলার বিজেপি সাংসদ সংখ্যার উল্লেখ করেন। তিনি বলেন, দুই রাজ্যেই বিজেপির সাংসদ সংখ্যা ১২। অথচ বাজেটে বিহারকে উপুড় করে দেওয়া হয়েছে আর বাংলার কপালে শুধুই বঞ্চনা।কারণ বিহারে ভোট রয়েছে।
অভিষেক বলেন, কেন্দ্র সরকার শিশুদের ক্ষুদার চেয়ে নিজেদের প্রচার, হেডলাইন নিয়েই বেশি ব্যস্ত। মোদির সবকা সাথ, সবকা বিকাশ শ্লোগানকেও কটাক্ষ করেন ডায়মণ্ডহারবারের সাংসদ।
অভিষেকের অভিযোগ সরকার কিষাণ ক্রেডিট কার্ডের নামে তাঁদের ঋণের ফাঁদে জড়িয়ে ফেলতে চাইছে। কিষাণ ক্রেডিট কার্ডের সঙ্গেই তিনি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পেরও সমালোচনা করেন।তিনি বলেন, বাজেটে বেকারত্ব কমানোর কোনও দিশা নেই।
বাংলার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলার পাশাপাশি তাঁর দাবি ক্ষুদ্র শিল্প, স্বাস্থ্য, গ্রামীন সড়ক যোজনার মতো প্রকল্পে এই রাজ্য এগিয়ে চলেছে। অভিষেকের বক্তব্যে নোটবন্দী থেকে বেকারত্ব সব বিষয়ই জায়গা পায়। তাঁর অভিযোগ এই সরকারের আমলে গরিব আরও গরিব হয়েছে এবং ধনী আরও সম্পদশালী হয়েছে।
দেশে হাফ ফেডারিলিজম চালানো হচ্ছে সংসদে, কটাক্ষ অভিষেকের
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/tmc_abhishek_banerjee_lok_sabha_budget_1721865403245_1721865403545.jpg)