বঙ্গবার্তা ব্যুরো,
সেবাশ্রয় মেডিকেল ক্যাম্পের পরিদর্শনে গিয়ে দুস্থ শিশুর পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিষ্ণুপুরের মেডিকেল ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। সেখানেই জটিল রোগে আক্রান্ত শিশুর কথা শোনেন তিনি। আর তারপর ওই ছোট্ট শিশুটির পাশে দাঁড়ান অভিষেক বন্দোপাধ্যায়। তার চিকিৎসার জন্য প্রয়োজন দুষ্প্রাপ্য ইনজেকশন ও প্লাস্টিক সার্জারির জন্য প্রয়োজনীয় অর্থের যোগানও তিনিই দেবেন বলে আশ্বাস দিয়েছেন।
সেবাশ্রয় শিবিরে দু’বছরের শিশু কৃতি মান্নাকে নিয়ে এসেছিলেন তার বাবা-মা। শিশুটি জটিল রোগে আক্রান্ত। এদিন বিষ্ণুপুরের পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মান্না পরিবারের সাক্ষাৎ হয়। ছোট শিশুটিকে নিয়ে বাবা-মাকে মুখ গোমড়া করে বসে থাকতে দেখে নিজেই এগিয়ে যান তৃণমূল সাংসদ। এরপর শিশুটির খোঁজখবর নিয়ে পরিবারকে আশ্বস্ত করেন পরিবারের পাশে রয়েছেন তিনি। শিশুটির প্রয়োজনে সব ধরনের সাহায্য করবেন বলেও আশ্বাস দেন তিনি।
এরপর সেবাশ্রয় ক্যাম্পে শিশুটিকে চিকিৎসকরা পরীক্ষা করেন। এবং তারা জানান এই ছোট্ট শিশুটিকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজন দুষ্প্রাপ্য ইনজেকশনের একটি সিরিঞ্জ। যা দিল্লির এইমস থেকে আনতে হবে। শুধু তাই নয় শিশুটির প্লাস্টিক সার্জারিরও প্রয়োজন রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সব কিছু জানার পর আশ্বাস দিয়েছেন। দিল্লি থেকে এই ইনজেকশন এনে যাতে কলকাতায় শিশুটির চিকিৎসা করা যায় তার ব্যবস্থা তিনি করে দেবেন। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন দুঃস্থ এই শিশুটির প্লাস্টিক সার্জারি বা পরবর্তী চিকিৎসার জন্য সমস্ত খরচ বহন করবেন ব্যক্তিগত উদ্যোগে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাছ থেকে এই সাহায্যের আশ্বাস পেয়ে পরিবারের তরফ থেকেও তার ভূমিকার প্রশংসা করা হয়েছে। যেভাবে তাদের সন্তানকে সুস্থ করে তুলতে এগিয়ে এসেছেন তৃণমূল সাংসদ তার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন এমনটা হবে তারা আশা করেনি।
২ রা, জানুয়ারি থেকে নিজের লোকসভা কেন্দ্রে বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন অভিষেক। আনুষ্ঠানিকভাবে এই মেডিকেল ক্যাম্পের নাম দিয়েছেন তিনি সেবাশ্রয়। ইতিমধ্যেই এই ক্যাম্পে লক্ষাধিক মানুষ চিকিৎসা পেয়েছেন। তার লোকসভা কেন্দ্রের বাসিন্দা নন এমন মানুষও স্বাস্থ্যপরিসেবার কারণে ছুটে এসেছেন এই ক্যাম্পে এমন ঘটনাও এখানে হয়েছে। আর সেখানেই ছোট্ট শিশুটির চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে যেভাবে সাংসদ এগিয়ে এসেছেন তাও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। এদিন শুধু কৃতি মান্না নয়, অপর নয় বছরের শিশু আলতাফ হোসেনেরও পাশে দাঁড়িয়েছেন অভিষেক। প্রসঙ্গত সেবাশ্রয় ক্যাম্পে আসার পর, চিকিৎসকরা তার অস্ত্রপচারের পরামর্শ দিয়েছিল। সেইমতো গত ১৮ জানুয়ারি অস্ত্রপচার হয়। এদিন তাকে দেখে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু দেখে এলেন নয়, পরবর্তী চিকিৎসার যাবতীয় খরচ তিনিই বহন করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর নির্বাচনী কেন্দ্রের সাধারন মানুষ এমন সাহায্য পেয়ে খুব খুশি।
সেবাশ্রয় শিবিরে দু’বছরের শিশু কৃতি মান্নাকে নিয়ে এসেছিলেন তার বাবা-মা। শিশুটি গুরুতর রোগে আক্রান্ত। এদিন বিষ্ণুপুরের পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মান্না পরিবারের সাক্ষাৎ হয়। ছোট শিশুটিকে নিয়ে বাবা-মাকে মুখ গোমড়া করে বসে থাকতে দেখে নিজেই এগিয়ে যান এই তৃণমূল সাংসদ। এরপর শিশুটির খোঁজখবর নিয়ে পরিবারকে আশ্বস্ত করেন তিনি। পরিবারের পাশেই রয়েছেন তিনি। শিশুটির প্রয়োজনে সব ধরনের সাহায্য করবেন বলেও আশ্বাস দেন তিনি।
এরপর সেবাশ্রয় ক্যাম্পে শিশুটিকে চিকিৎসকরা পরীক্ষা করেন। এবং তারা জানান এই ছোট্ট শিশুটিকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজন দুষ্প্রাপ্য ইনজেকশনের একটি সিরিঞ্জ। যা দিল্লির এইমস থেকে আনতে হবে। শুধু তাই নয় শিশুটির প্লাস্টিক সার্জারিরও প্রয়োজন রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সব কিছু জানার পর আশ্বাস দিয়েছেন। দিল্লি থেকে এই ইনজেকশন এনে যাতে কলকাতায় শিশুটির চিকিৎসা করা যায় তার ব্যবস্থা তিনি করে দেবেন। একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন দুঃস্থ এই শিশুটির প্লাস্টিক সার্জারি বা পরবর্তী চিকিৎসার জন্য সমস্ত খরচ বহন করবেন তিনি নিজেই।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাছ থেকে এই সাহায্যের আশ্বাস পেয়ে পরিবারের তরফ থেকেও তাঁর ভূমিকার প্রশংসা করা হয়েছে। যেভাবে তাদের সন্তানকে সুস্থ করে তুলতে এগিয়ে এসেছেন তৃণমূল সাংসদ তার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা বলেন এমনটা হবে তাঁরা আশা করেনি।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি থেকে নিজের লোকসভা কেন্দ্রে বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন অভিষেক। আনুষ্ঠানিকভাবে এই মেডিকেল ক্যাম্পের নাম দিয়েছেন তিনি সেবাশ্রয়। ইতিমধ্যেই এই ক্যাম্পে লক্ষাধিক মানুষ চিকিৎসা পেয়েছেন। তার লোকসভা কেন্দ্রের বাসিন্দা নন এমন মানুষও স্বাস্থ্যপরিসেবার কারণে ছুটে এসেছেন এই ক্যাম্পে এমন ঘটনাও এখানে হয়েছে। আর সেখানেই ছোট্ট শিশুটির চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে যেভাবে সাংসদ এগিয়ে এসেছেন তাও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। এদিন শুধু কৃতি মান্না নয়, অপর নয় বছরের শিশু আলতাফ হোসেনেরও পাশে দাঁড়িয়েছেন অভিষেক। প্রসঙ্গত সেবাশ্রয় ক্যাম্পে আসার পর, চিকিৎসকরা তার অস্ত্রপচারের পরামর্শ দিয়েছিল। সেইমতো গত ১৮ জানুয়ারি অস্ত্রপচার হয়। এদিন তাকে দেখে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু দেখে এলেন নয়, পরবর্তী চিকিৎসার যাবতীয় খরচ তিনিই বহন করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর নির্বাচনী কেন্দ্রের সাধারন মানুষ এমন সাহায্য পেয়ে খুব খুশি।