২০২৬ এ বিজেপিকে ১০০ র নিচে রাখার চ্যালেঞ্জ অভিষেকের

বঙ্গবার্তা ব্যুরো,

ধর্মতলার শহীদ সমাবেশের মঞ্চে রাজ্য বিজেপিকে আক্রমণ ও বিভিন্ন ইস্যুতে সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়। এদিনের বক্তৃতায় তৃণমূলের সাধারণ সম্পাদকও
দেশের বর্তমান বাংলাদেশী অনুপ্রবেশের বিষয়টিকে গুরুত্ব দেন। দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দিষ্ট করা বাংলা ভাষা ও বাঙালি বিষয় প্রসঙ্গে তিনি বলেন, দেশে বাংলা ভাষীদের টার্গেট করা হচ্ছে। এর প্রতিবাদে তিনি ও দলের সাংসদরা আরো বেশি করে বাংলায় কথা বলবেন।

বাংলাভাষী ও বাঙালিদের উপর নিপীড়ন ও অত্যাচার মেনে নেবেন না। এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সমালোচনা করে বলেন কেন্দ্রের বিজেপি সরকারের এই নীতিকে সমর্থন করছে এই রাজ্যের বাঙালি বিজেপি নেতারা। তবে এর বিরুদ্ধে জনগণ ২০২৬ এর নির্বাচনে তার জবাব দেবেন।

২০২৬ এর বিধান সভায় বিজেপি ৫০ টির বেশী আসন পাবে না বলেও দাবি করেন তিনি।অভিষেক বন্দোপাধ্যায়ের অভিযোগ বিহারের মতোই এই রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নাম করে অনেক ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এর বিরুদ্ধেও প্রতিবাদ হবে। সমর্থকদের সতর্ক হবার জন্য, ও দলের কাজ আরো ভালো ভাবে করার আহ্বান জানান অভিষেক বন্দোপাধ্যায়।

10:52