এবিভিপির জেলাশাসক দফতর অভিযান আটকালো পুলিশ, গ্রেফতার ২৫

ABVP protest Kolkata

Upload By K. Halder at 21th March 2025, 03:31 PM

বঙ্গবার্তা ব্যুরো,
মুর্শিদাবাদে যে দাঙ্গা ঘটনা হয়েছে, রাজ্যে ২৬ হাজার শিক্ষকের চাকরি হারানো এই সকল ইস্যুতে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দক্ষিণ কলকাতার জেলাশাসক কার্যালয় চলো অভিযানের ডাক দেয়। তবে বিক্ষোভকারীরা ন্যাশনাল লাইব্রেরীর সামনে থেকে আলিপুরে ডিএম অফিসের দিকে গেলে পুলিশ ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে ২৫ এবিভিপি কর্মীকে গ্রেফতার করে।

03:23