জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় করনীয়

Actions to Combat Climate Change

বঙ্গবার্তা ব্যুরো,

দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরে বিডিও অফিস কনফারেন্স রুমে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগ, টেরে দেস হোম ও প্রাজক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সাংবাদিকদের নিয়ে সুন্দরবন অঞ্চলের দ্রুত পরিবেশ পরিবর্তন ও শিশু সুরক্ষা বিষয়ে শিশু মনে প্রভাব সম্বন্ধে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন তুলিকা দাস, টেরে দেস সংস্থার ডাইরেক্টর পৌলমী দে সরকার, বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, বারুইপুরের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ প্রামানিক, জেলা শিশু সুরক্ষা অধিকর্তা রামেন্দু মহান্তি, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কামিনী রঞ্জন রায়, শিশু সুরক্ষা আয়োগের গণমাধ্যম আহ্বায়ক মহুয়া সাঁতরা।

পরিবেশবিদ ড.স্বাতী নন্দী চক্রবর্তী, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার ও মানব উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. পায়েল রায় চৌধুরী প্রমুখ জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তার প্রভাব বিষয়ক নানা দিক তুলে ধরেন। বিশ্ব জুড়ে যে উদ্বেগ বাড়ছে সেই দিকটিকে উল্লেখ করেন।