মহেশ বাবুর পর আল্লু অর্জুন প্রিয়াঙ্কা চোপড়া জুটি

Published By Subrata Halder on 6th April 2025 at 08:56pm

বঙ্গবার্তা ব্যুরো,
বর্তমানে পরিচালক এসএস রাজামৌলির পরবর্তী ছবিতে কাজ করছেন অভিনেতা মহেশ বাবু ও প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিতে অসাধারণ অ্যাকশন দৃশ্যের পাশাপাশি দর্শকরা সুন্দর গল্পের স্বাদ পাবেন বলা জানা গিয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া এবং মহেশবাবুকে পর্দায় একসঙ্গে দেখার জন্য দর্শকরা উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন। আশা করা যাচ্ছে আগামী বছরের মধ্যেই প্রেক্ষাগৃহে আসতে পারে ছবিটি। এটি একটি জঙ্গল অ্যাডভেঞ্চার। সিনেমাতে পৃথ্বীরাজ সুকুমারনও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।


তবে বড় খবর হল শাহরুখ খানের ‘জওয়ান’-এর পরিচালক অ্যাটলি এখন তাঁর নতুন ছবির নিয়ে ব্যস্ত। ‘পুষ্পা’ খ্যাত তারকা আল্লু অর্জুনের সঙ্গে তাঁর পরবর্তী ছবি ‘এসিক্স’ তৈরি করছেন পরিচালক। জানা যাচ্ছে এই ছবিতে নাকি প্রিয়াঙ্কা চোপড়াকেও দেখা যেতে পারে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে পারেন তিনি। জানা যাচ্ছে শাহরুখ খানের ‘জওয়ান’ -এর মতো এই ছবিতেও নাকি আল্লু অর্জুনকে দুটি ভূমিকায় দেখা যাবে।
আল্লু অর্জুনকে সর্বশেষ ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমায় দেখা গেছে। সিক্যুয়াল ফিল্মটি লাল চন্দন কাঠের চোরাচালানকারী পুষ্পরাজুর জীবন কাহিনী নিয়ে নির্মিত। পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে অ্যাটলির সঙ্গে আল্লু অর্জুন অভিনীত একটি ‘প্যারালাল ইউনিভার্স’ সিনেমা হবে। সিনেমাটি প্রযোজনা করবে সান পিকচার্স। তবে আল্লু অর্জুন এবং প্রিয়াঙ্কার রসায়ন যে তাঁদের ভক্তদের বড় কিছু উপহার দেবে বলেই মনে করছে সিনে দুনিয়ার মানুষজন।জানা গিয়েছে যে, এই ছবি নাকি মুক্তি পাবে আল্লু অর্জুনের জন্মদিনে।

07:45