উত্তর কোরিয়ার সঙ্গে তুলনা, মমতার কাছে ধৃত ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠাকে নিয়ে বিশেষ আর্জি সাংসদ অভিনেত্রী কঙ্গনা রানাউতের

Published By Subrata Halder, 02 June 2025, 11:59 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
অপারেশন সিঁদুরের প্রশংসা করতে গিয়ে কোন একটি ধর্মকে অপমানের অভিযোগে ধৃত ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা।
ওই অভিযোগে পুণে থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার এই আইনের ছাত্রী। তার মুক্তির দাবিতে সুর চড়াল বিজেপি। বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউতও শর্মিষ্ঠার মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের কাছে বিশেষ আর্জি জানিয়েছেন।
তিনি বলেন, “বাংলাকে উত্তর কোরিয়া তৈরি করবেন না। কারণ, সকলের সাংবিধানিক অধিকার রয়েছে। যদি কিছু ভুল বলেও ফেলে তার জন্য ক্ষমা চেয়েছে। আজকালকার ছেলেমেয়েরা এসব বলেই থাকে। ও আইনের ছাত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে আমার একটাই আর্জি, যত তাড়াতাড়ি সম্ভব ওকে মুক্তি দিন। দয়া করে ওর ভবিষ্যৎ নষ্ট করে দেবেন না। এটা আমরা সমর্থন করি না।
এর আগে অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, শর্মিষ্ঠা যা বলেছেন, সেই শব্দবন্ধ ব্যবহার করা উচিত নয়। কিন্তু নবাগতরা সাধারণত এই ধরনের ভাষা ব্যবহার করেই থাকেন। তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তার উদ্দেশে কুমন্তব্য করা কিংবা অপমান করার প্রয়োজন নেই। তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। পুণের এই ছাত্রী সোশাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। দেশভক্তি, হিন্দুত্ববাদ নিয়ে বক্তব্য রেখে নানা ধরনের ভিডিও আপলোড করেন তিনি। অপারেশন সিঁদুরের প্রশংসা করে তেমনই এক ভিডিওতে নানা কথা বলেছিলেন শর্মিষ্ঠা। কিন্তু তারই মধ্যে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করেন তিনি। অভিযোগ, যথেষ্ট আপত্তিকর এবং অসম্মান জনক মন্তব্য সেটি। পরে ভিডিওটি ডিলিট করে দিলেও ততক্ষণে তা দেখে ফেলেছে নেটিজেনদের একটি বড় অংশ। শুরু হয়ে যায় তীব্র বিতর্ক। কলকাতার এক থানায় শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। পরে এফআইআর দায়ের হয়।
প্রথমে শর্মিষ্ঠাকে একাধিকবার আইনি নোটিস পাঠানোর চেষ্টা করেও লাভ হয়নি। কারণ সপরিবারে নিজেদের ঠিকানা ছেড়ে তারা পালিয়েছিলেন বলেই অভিযোগ ওঠে। তবে পরে আদালত ওয়ারেন্ট ইস্যু করলে শেষমেশ গুরুগ্রামে গিয়ে শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। ভিডিওটি ডিলিট করে নিজের আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন শর্মিষ্ঠা। এক্স হ্যান্ডেলে লেখেন, আমি নিঃশর্ত ক্ষমা চাইছি। নিজের ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়েছিলাম। কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করতে চাইনি। তাই কারও ভাবাবেগে আঘাত লেগে থাকলে আমি দুঃখিত। এরপর থেকে আরও সতর্ক হয়ে কোনও পোস্ট করব। এদিকে, শর্মিষ্ঠার গ্রেফতারি নিয়ে নানা ভুল তথ্য রটছে বলে দাবি করে এক্স হ্যান্ডেলে সকলকে সতর্ক করেছে কলকাতা পুলিশ।

19:04