সোনা পাচারের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী, বাজারমূল্য জানলে চমকে যাবেন

বঙ্গবার্তা ব্যুরো,
কন্নড় অভিনেত্রী রানিয়া রাওকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে দুবাই থেকে আগত বিমানে তাঁর শরীর ও পোশাকে লুকানো অবস্থায় ১৪.৮ কেজি সোনা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। সে খবর সামনে এসেছে বুধবার।
দুবাই থেকে আসা এমিরেটস বিমান সংস্থার একটি বিমান থেকে নামতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। অভিনেত্রীকে তল্লাশি চালিয়ে তাঁর গায়ে ও জামাকাপড়ের মধ্য থেকে সোনা উদ্ধার করা হয়। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) সূত্রে জানা যায়, গত ১৫ দিনের মধ্যে রানিয়া চারবার দুবাই ভ্রমণ করেছেন, যা তদন্তকারীদের সন্দেহের কারণ হয়ে ওঠে।
সোমবার রাতে গ্রেফতারের পর কন্নড় অভিনেত্রীকে আর্থিক অপরাধ আদালতে তোলা হয়। আদালত রানিয়া রাওকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, রানিয়া কর্নাটকের এক ডিজিপি পদমর্যাদার আইপিএস অফিসারের কন্যা। বিমানবন্দরে নামার পর তিনি নিজেকে কর্নাটক পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার মেয়ে বলে পরিচয় দেন এবং স্থানীয় পুলিশকে ফোন করে সাহায্য নেওয়ার চেষ্টা করেন।
রানিয়া রাও কর্নাটকের চিকমাগালুরের বাসিন্দা। চলচ্চিত্র জগতে প্রবেশের আগে তিনি বেঙ্গালুরুর দয়ানন্দ সাগর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে সুদীপ পরিচালিত কন্নড় সিনেমা ‘মানিক্য’ দিয়ে তাঁর চলচ্চিত্রে অভিষেক হয়। পরে ২০১৬ সালে তামিল সিনেমা ‘ওয়াঘা’ এবং ২০১৭ সালে কন্নড় সিনেমা ‘পটাকি’তে অভিনয় করেন।