অস্কার জয়ের পর চুইংগাম কাণ্ডে সমালোচনার মুখে অ্যাড্রিয়েন ব্রডি!

বঙ্গবার্তা ব্যুরো,
‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য ৯৭তম অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আমেরিকান অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি। তবে পুরস্কার জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি।
অস্কার গ্রহণের সময় মঞ্চে ওঠার মুহূর্তে মুখ থেকে চুইংগাম বের করে প্রেমিকা জর্জিনা চ্যাপম্যানের দিকে ছুড়ে দেন ব্রডি, আর জর্জিনাও সেটি লুফে নেন। মুহূর্তেই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।
অনেকে একে ‘অশোভন’ ও ‘অসম্মানজনক আচরণ’ বলে সমালোচনা করেছেন। তাদের মতে, ব্রডি চাইলে চুইংগামটি পকেটে রাখতে পারতেন, প্রেমিকার দিকে ছোড়ার কোনো প্রয়োজন ছিল না। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “সেরা অভিনেতার পুরস্কার নেওয়ার আগে কেন একজন নারীকে এইভাবে অসম্মান করলেন?”
অন্যদিকে, ব্রডির ভক্তরা এটিকে ভালোবাসার প্রকাশ বলে ব্যাখ্যা করেছেন। তাদের মতে, প্রেমিকার সঙ্গে খুনসুটির অংশ হিসেবেই এটি করেছেন ব্রডি, তাই জর্জিনাও সেটি গ্রহণ করেন হাসিমুখে। তবে এখনও এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি অ্যাড্রিয়েন ব্রডি।