বঙ্গবার্তা ব্যুরো,
হুগলি, হলদিয়া, দুর্গাপুর, আসানসোল শিল্পাঞ্চলের পর পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে যুক্ত হতে চলেছে আরও একটি নতুন সার কারখানা। রাজ্যের কৃষি ও শিল্পক্ষেত্রে এই উদ্যোগ একদিকে যেমন কর্মসংস্থান তৈরি করবে, তেমনি কৃষকদের জন্য সারের সহজলভ্যতা নিশ্চিত করবে। মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্প সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের জানান, কৃষিকাজকে উৎসাহিত করতে এবং সঠিক সময়ে সারের জোগান নিশ্চিত করতেই এই উদ্যোগ।
তিনি বলেন, আগের সরকারের সময় যে কয়েকটি সার কারখানা ছিল, সেগুলি দীর্ঘদিন আগেই বন্ধ হয়ে গেছে। ফলে কৃষকদের সারের জন্য সমস্যায় পড়তে হয়। এবার সেই সমস্যার স্থায়ী সমাধানের পথে হাঁটছে রাজ্য সরকার। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে WBIDC-এর অধীনে থাকা ৩৩.১৮২ একর জমিতে এই নতুন সার কারখানা গড়ে তোলা হবে। এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে মেসার্স এগ্রিসোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। খুব শীঘ্রই জমি হস্তান্তরের কাজ সম্পন্ন হবে এবং তারপরই শুরু হবে কারখানা নির্মাণ। এই কারখানা চালু হলে রাজ্যের কৃষকদের আর বাইরের রাজ্য থেকে সার আনাতে হবে না। পাশাপাশি স্থানীয় তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের দরজাও খুলে যাবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক ও শিল্প বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পায়নের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যায়।
পানাগড়ে সার কারখনার জমিদিচ্ছে রাজ্য, মন্ত্রিসভার সম্মতি
