Published By Subrata Halder, 18 May 2025, 03:40 pm
বঙ্গবার্তা ব্যুরো,
নিজেদের চাকরির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের একাংশের বিরুদ্ধে মামলা দায়ের হলো বিধান নগর উত্তর থানায়। ১৭ জন বিক্ষোভকারী শিক্ষককে নোটিস পাঠানো হয়েছে। তাদের একুশে মে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময় হাজিরা না দিলে ভারতীয় ন্যায়সংহিতার নির্দিষ্ট ধারায় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলেও জানানো হয়েছে নোটিসে।
বৃহস্পতিবার রাত থেকেই বিকাশ ভবনের সামনে চাকরি-হারা যোগ্য শিক্ষকরা আন্দোলনে বসেন। আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে পুলিশের লাঠি চালনা থেকে তৃণমূল নেতাদের হামলা এমনকি আপত্তিজনক মন্তব্য ইতিমধ্যেই সামনে এসেছে। এবার তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হলো। ১৭ জন শিক্ষককে নোটিস পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং সরকারি কাজে বাধা দান , ভাঙচুর ইত্যাদি। নোটিসে বলা হয়েছে,তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। সেই কারণেই তাদের একুশ তারিখ এগারোটার সময় উপস্থিত থাকতে বলা হয়েছে। আন্দোলনকারীদের পক্ষে জানানো হয়েছে, তারা এই নোটিস নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলবেন।
পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষকদের ওপর লাঠি চালানোর অভিযোগ থাকলেও, এডিজি দক্ষিণ বঙ্গ সুপ্রতিম সরকার দাবি করেছিলেন পুলিশ প্রথম থেকে সংযতই ছিল। প্রায় সাত ঘন্টা তারা আন্দোলনকারীদের কিছু বলেনি। কিন্তু আইনশৃংখলার অবনতি হলে পরিস্থিতি অনুযায়ী পুলিশকে পদক্ষেপ করতে হয়। তিনি দাবি করেন পুলিশ অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে।
আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে একাধিক তৃণমূল নেতা শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছে। এমনকি কলকাতার মেয়র এবং মন্ত্রী ফিরহাদ হাকিম শিক্ষকদের বিক্ষোভকে নাটকে বলে বিদ্রূপ করেছেন। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সমাজ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন যারা চাকরি চুরি করল তারাই এখন শিক্ষকদের পেটাচ্ছে। এটা বাংলার লজ্জা।
আদালতের নির্দেশ চাকরি গেছে ২৬ হাজার শিক্ষকের এবার দাবী আন্দোলনের জন্য জেলের ভাত খাওয়াতে চাইছে সরকার অভিযোগ আন্দোলনকারীদের