Published By Subrata Halder, 14 May 2025, 06:22 pm
বঙ্গবার্তা ব্যুরো,
বুধবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি হলো না। আবার তা পিছিয়ে গেল। এই নিয়ে ১৮ বার। বিচারপতি সঞ্জয় করোল এবং ,মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি ছিল। কিন্তু মামলার শুরুতেই রাজ্য সরকারের পক্ষ থেকে সময় চাওয়া হয়। যদিও মামলাকারীদের আইনজীবী তার বিরোধিতা করেন। দুপক্ষের বক্তব্য শোনেন বিচারপতিরা।
আদালত জানায় আগামী শুক্রবার এই মামলাটির শুনানি হতে পারে। ২০২২ সালের ২৮শে নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল। আদালত জানিয়ে দেয় যে ডিএ নিয়ে বিস্তারিত শুনানি প্রয়োজন। সব পক্ষের কথা শোনা হবে।
তবে পূর্ণাঙ্গ মামলা কখনোই শোনা হয়নি। কখনো রাজ্য সরকারের অনুরোধে কখনো বা মামলাকারীদের আবেদনে বারবার পিছিয়েছে এই মামলা ।
কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কর্মীদের মধ্যে ডি এর ফারাক অনেক ।এই মুহূর্তে রাজ্য এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের মধ্যে ডি এর ফারাক ৩৫ শতাংশ। এদিন মামলা পিছোলেও বিচারপতিরা বলেন যে অন্তত ৫০ শতাংশ দিয়ে দিন। বিচারপতিদের এই মন্তব্য থেকেও কর্মচারীরা আশা করছেন আগামী দিনে শুনানি হলে মামলার রায় তাদের দিকেই যাবে।

