নদীয়ার চর শম্ভূ নগরে নীরব ইতিহাসের সাক্ষী আগরওয়াল জমিদার বাড়ি

Published By Subrata Halder on 13 April 2025 at 04:23pm

রমিত সরকার, বঙ্গবার্তা,
নদীয়ায় প্রত্যন্ত গ্রামে আঁকাবাঁকা পথ পেরিয়ে যেতে হঠাৎ চোখে পড়বে এক অনন্য চিত্র। সৌন্দর্যময় পরিবেশের মধ্যে দাঁড়িয়ে রয়েছে সে। যার সঙ্গে লেগে রয়েছে ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার ছোঁয়া। লন্ডনের বিলাস বহুল আবাসনের মতো হুবহু আবাসন দাঁড়িয়ে রয়েছে খোলা আকাশের নিচে। ইঁটের গায়ে রয়েছে লাল রংয়ের ছোঁয়া কাঠের দরজার নকশা বলে দেয় প্রাচীন ঐতিহ্যের এই আবাসনের কথা, যার সন্ধান মিলল নদীয়ার কৃষ্ণনগরের চর শম্ভুনগর গ্রামে। জানা গেছে,কয়েক যুগ আগে ওই গ্রামে বসবাস করতেন মাত্র ২০০ টি পরিবার তখন ব্রিটিশ রাজত্ব। সেই সময় গোবর্ধন আগরওয়াল নামে এক জমিদার তৈরি করেছিলেন এই আবাসন। গ্রামের প্রবীনদের কথায়, তার বাবা ঠাকুরদার কাছ থেকে শুনে ছিলেন এই আবাসনে যাতায়াত ছিল ব্রিটিশদের।
সময়ের পরিবর্তনে জমিদারি ধ্বংসের পথে চলে যায় গোবর্ধন আগরওয়াল এর। বাধ্য হয়েই আবাসনটি বিক্রি করে দিতে চেয়েছিলেন। পরবর্তীতে ভারত স্বাধীন হওয়ার পরে এই আবাসনে যাতায়াত করতেন সরকারি আধিকারিকরাও, কিন্তু বর্তমানে বিলাসবহুল আবাসন টির কিছুটা ভগ্নদশা হলেও এখনো পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। গ্রামবাসীরা জানাচ্ছেন, নদীয়া জেলা নয়, গোটা পশ্চিমবাংলার মধ্যে এই ধরনের প্রাচীন জমিদারি আবাসন দেখা মেলা বড়ই ভার। প্রত্যন্ত গ্রামের আঁকাবাঁকা পথের চারপাশে রয়েছে খেজুর গাছ, তালগাছ, সহ প্রকৃতির অনন্য সুন্দর্যতা। পাশেই বয়ে যাচ্ছে কৃষ্ণনগরের জলঙ্গি নদী। পথ পেরিয়ে আবাসনে ঢুকলেই দেখা যাবে দুপাশে রয়েছে রানী ভিক্টটিয়ার আবক্ষ মূর্তি,আর এটাই প্রমাণ করে দেয় ভিক্টোরিয়ার আদলের ছোঁয়া রয়েছে এই ঐতিহ্য প্রাচীন আবাসনে। রংবেরঙের পাখিদের কিচিরমিচির ডাক, ফুলের অরণ্য, আরো কত না কি অপূর্ব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে অতি প্রাচীন বাংলোটি। তবে লোকমুখে শোনা যায়, বাড়িটি বর্তমানে কোম্পানির বাড়ি নামেই পরিচিত, তবে কি কারনে এই নামে পরিচিত তা অজানা গ্রামবাসীদের কাছে। বর্তমানে চড় শম্ভু নগর গ্রামে হাজার হাজার পরিবারের বসবাস, কিন্তু এখনো প্রাচীন ঐতিহ্যের ছোয়া রয়েছে এই অতি প্রাচীর আবাসন টিকে ঘিরে। প্রতিদিন লেগে থাকে পর্যটকদের আনাগোনা, এক প্রকার বলা যেতেই পারে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে এই আবাসন আরো যেন মুগ্ধ ময়, ঠিক তেমনি পর্যটকদের জন্য যেমন গ্রাম বাংলার ভিক্টোরিয়া পাশাপাশি সুদূর লন্ডনের আবাসন গুলির মত কারুকার্য।

04:18