এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার উড়ানে ফের গোলযোগ, মাঝ আকাশ থেকেই ফিরলো বিমান

Published by Subrata Halder, 16 June 2025, 10:11 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
কয়েক দিন আগে আমেদাবাদে ভয়াবহ প্লেন দুর্ঘটনার স্মৃতি এখনো উজ্জ্বল, সেই রেশ কাটার আগেই আবারও মাঝ আকাশে বিপত্তি। এয়ার ইন্ডিয়ার আরেকটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার হংকং থেকে দিল্লি যাওয়ার পথে আচমকা গতিপথ ঘুরিয়ে ফিরে যায় হংকংয়ে।
ফ্লাইট এআই ৩১৫ সোমবার হংকং থেকে রওয়ানা হয়ে কিছুটা পথ অতিক্রম করতেই টেকনিক্যাল গ্লিচ বা যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত পান বিমানের ক্রু সদস্যরা। এই অবস্থায় যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ফ্লাইটটি ফের হংকংয়ে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই ঘটনার মাত্র চারদিন আগে গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এআই ১৭১ ফ্লাইটটি উড়ানের পরই আছড়ে পরে, ঘটনায় মারা যান ২৪১ যাত্রী ও ক্রু মেম্বাররা। ভারতের ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ প্লেন দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।
বারবার এমন ঘটনায় এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। যাত্রী নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও পাইলট প্রশিক্ষণ সব নিয়েই সমালোচনার ঝড় উঠেছে।