দুরন্ত পারফরম্যান্স, আইসিসি তালিকায় গিল আকাশদীপদের

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

বিসিসিআই ফেসবুক পেজ

বার্মিংহাম টেস্টে জয় পেয়েছে ভারত। দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন অধিনায়ক শুভমান গিল এবং আকাশদীপ। ফলে দুই জনেই আইসিসির ক্রম তালিকায় উন্নীত হলেন। গিল করেছেন দুটি শতরান ও একটি দ্বিশতরান। সঙ্গে সঙ্গে ক্রম তালিকায় এক ধাক্কায় অনেকটা উন্নতি করেছেন। ১৫ ধাপ এগিয়ে এখন ষষ্ঠ স্থানে। এর আগে তিনি ছিলেন ২১ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৮০৭। অন্যদিকে, যশস্বী জয়সওয়াল রয়েছেন চতুর্থ স্থানে। তার রেটিং পয়েন্ট ৮৫৮।
ব্যাটারদের তালিকার শীর্ষস্থানেও বদল হয়েছে। এর আগে ১ নম্বরে ছিলেন ইংল্যান্ডের জো রুট। দ্বিতীয় টেস্টে রান পাননি তিনি। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডেরই হ্যারি ব্রুক তাকে টপকে শীর্ষে। এজবাস্টনে প্রথম ইনিংসে শতরান করায় উঠেছেন তিনি।

নজর কেড়েছেন দক্ষিণ আফ্রিকার মুল্ডারও। জিম্বাবোয়ের বিরুদ্ধে এক ইনিংসে অপরাজিত ৩৬৭ রানের ইনিংস খেলেছেন, যার ফলে ৩৪ ধাপ উঠেছেন মুল্ডার। ৫৬ থেকে ২২ নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
বোলারদের তালিকায় ১ নম্বর স্থান ধরে রেখেছেন জশপ্রীত বুমরা। এজবাস্টনে না খেললেও শীর্ষে থাকা বুমরার রেটিং পয়েন্ট ৮৯৮। এই প্রথমবার টেস্ট ঙ্কিংয়ের শীর্ষ ১০-এ উঠে এসেছেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক। ক্রমতালিকায় অনেকটা এগিয়েছেন আকাশ দীপও।
ছ’ধাপ উঠেছেন ভারতের আর এক পেসার মহম্মদ সিরাজ। এজবাস্টনে সাত উইকেট নিয়ে ২৮ থেকে ২২ নম্বরে উঠেছেন তিনি। অল রাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা।

বিসিসিআই ফেসবুক পেজ

08:54