সাত জেলায় হলুদ সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি- সোশ্যাল মিডিয়া


রাজ্যের ৭ টি জেলায় হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস বিশ্লেষণের পর এই ঘোষণা করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম সহ অন্যান্য জেলাগুলিতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এর সঙ্গে হালকা থেকে মাঝারি ও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পুরুলিয়া, হাওড়া, পশ্চিম বর্ধমান জেলায় কিছু অংশে হালকা থেকে মাঝারি। বৃষ্টি, বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস যার গতি ৩০-৪০ কিমি প্রতি ঘন্টা বয়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে।

হুগলি জেলাতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। মোটের উপর আগামী দু দিন ফের বৃষ্টিতে ভাসবে রাজ্যের অনেক জেলা।

22:18