বঙ্গবার্তা ব্যুরো,
পহেলগামে হামলার জেরে উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্র যে পদক্ষেপই করুক তাতে তাদের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানাল বিরোধীরা।বৃহস্পতিবার কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দিয়ে এমনটাই জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।তিনি জানিয়েছেন, পহেলগামে সন্ত্রাসবাদী হামলার নিন্দা সবাই করেছে। সরকার যা পদক্ষেপ নেবে, বিরোধী পক্ষ সম্পূর্ণভাবে তাকে সমর্থন করছে।
কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন না বৈঠকে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, সমস্ত রাজনৈতিক দলই হামলার তীব্র নিন্দা করেছে এবং জম্মু ও কাশ্মীরে শান্তি রক্ষার ওপর জোর দিয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠকে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং বলেন, হামলার দায় নির্ধারণ জরুরি।
বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুও জানান, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিটি দলের তরফে, পাশে থাকার আশ্বাস পেয়েছে কেন্দ্র। তিনি বলেন, এদিনের বৈঠকে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ ও সরকারের শীর্ষ আধিকারিকরা সংসদের সদস্যদের বিস্তারিত জানিয়েছেন। কোথায় ত্রুটি হয়েছিল এবং কী পরিস্থিতিতে এই হামলা ঘটেছে তা জানানো হয়েছে। গোটা দেশ এই কঠিন সময়ে একজোট রয়েছে।
পহেলগাম হামলায় সর্বদলীয় বৈঠকে কেন্দ্রের পদক্ষেপে পূর্ণ সম্মতি
