আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অলরাউন্ডার আন্দ্রে রাসেলের

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি- সোশ্যাল মিডিয়া

ক্রিকেট মাঠে আন্দ্রে রাসেলের ব্যাটিং উপভোগ্য। বিশ্বক্রিকেটে রাসেলের দানবীয় ব্যাটিং দেখার আগ্রহে বুঁদ হয়ে থাকেন আজকের ক্রিকেট ভক্তরা। আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি যে কোন টুর্নামেন্টে তিনি থাকা মানেই বুম বুম রাসেল ঝড় ওঠে।

বোলিং ও খারাপ নয়। তবে ক্রিস গেইলের মত রাসেলের ব্যাটিং ক্যালিপসো দেখে তৃপ্তি নিয়ে ফেরেন দর্শক। কিন্তু তাদের কাছে আজ দুঃখ পাবার খবর। সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রাসেল।

১৫ বছরের ক্রিকেট জীবনেওয়েস্ট ইন্ডিজের জার্সিতে শেষ ম্যাচটি রাসেল খেলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ম্যাচে তার দল অসিদের কাছে ৮ উইকেটে হারে। যেটি ছিল ঘরের মাঠে চলমান তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচ খেলে যে অবসরে যাবেন, সেই ঘোষণা সিরিজ শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন রাসেল।

ম্যাচ হারের পর ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে শেষবার কথা বলেন রাসেল। ক্যারিবীয় অলরাউন্ডার বলেন, আমি আবারও ধন্যবাদ জানাতে চাই। আমি সত্যিই কৃতজ্ঞ যে নিজের ক্যারিয়ার এখানেই শেষ করতে পারছি। নিজের দেশ, পরিবারের সদস্য ও বন্ধুদের সামনে খেলতে পেরে দারুণ সৌভাগ্যবান মনে করছি।

সব ক্রিকেটারই ক্যারিয়ারের শেষটা ভালো করতে চান। রাসেলও নিশ্চয়ই তার ব্যতিক্রম নন। তবে সবকিছু চাওয়া অনুযায়ী হয়নি রাসেলেরও। শেষ ম্যাচে দল ৮ উইকেটে হারলেও ভক্তদের সমর্থন পেয়ে খুশি তিনি।