বঙ্গবার্তা ব্যুরো,
অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার ট্রফিতে পর্যুদস্ত হওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সব ক্রিকেটারকে দলের সঙ্গে একইসাথে যাওয়া আসা করার নির্দেশ জারি করে বোর্ড।
কিন্তু এই নিয়ম ভঙ্গ করেছেন রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে খেলা শুরুর আগে একাই মাঠে চলে আসেন জাড্ডু। আগেভাগে এসে নেটে ব্যাটিং অনুশীলন করেন, যাতে নতুন বলে ইংল্যান্ড পেসারদের বিপক্ষে তৈরি থাকতে পারেন। দিনের শেষে জাদেজা সেটাই করে দেখিয়েছেন। ৮৯ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন সাত নম্বরে নেমে,দলকে বড়ো রানের ইনিংস গড়তে সাহায্য করেছেন।
বোর্ডের নির্দেশ অনুযায়ী ক্রিকেটারদের টিম বাসেই যাতায়াত করার নিয়ম। সেই নিয়ম ভঙ্গে, শাস্তির মুখে পড়বেন জাদেজা, ভাবছিলেন তার সতীর্থ ও সমর্থকরা। তবে শাস্তি পাচ্ছে না জাদেজা।
কারণ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে অনুমতি নিয়েই এই কাজ করেছেন তিনি। সবচেয়ে বড় কথা, জাদেজার নিয়ম ভঙ্গে আখেরে দলের লাভই হয়েছে। তাই বাঁহাতি এই অলরাউন্ডারকে ছাড় দেওয়া হচ্ছে।
আগের দিন ৪১ রানে অপরাজিত ছিলেন জাদেজা। দ্বিতীয় দিন আগেভাগে মাঠে আসা প্রসঙ্গে তিনি বলেন, তার মনে হয়েছিল যে, আগে একটু ব্যাটিং করে নেওয়া উচিত কারণ বল তখনও নতুন ছিল। তাই মনে হয়েছিল যদি একটু নতুন বল খেলে নেওয়া যায়, তাহলে বাকি ইনিংস খেলতে সুবিধা হবে। ইংল্যান্ডের উইকেটে যত বেশি বল খেলা যায় ততই ভালো, তবে এখানে সেট হওয়া যায় না। কারণ ইংল্যান্ডের যেমন পরিবেশ, পিচ, তাতে বল যখন তখন সুইং হয়।
জাদেজা বলেন দলের জন্য যখন ব্যাট হাতে অবদান রাখি, তখন ভালো লাগে। বিশেষ করে বিদেশের মাটিতে দলের আরও বেশি করে দরকার এগুলো, তাই ভালো লাগছে খুব। ৫ উইকেটে ২১০ রান থেকে বড় রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ায় তার কাছে ছিল বিরাট চ্যালেঞ্জ। এই সাফল্য তাকে আরো বেশি আত্ম বিশ্বাসী করছে ইংল্যান্ডের মাটিতে।