এক মঞ্চে গাঁথিয়াছি বিরোধীতার সুর

BJP Youth Morcha members protesting on Kolkata streets with placards demanding justice for job seekers

Published By Subrata Halder on 13 April 2025 at 08:32pm

বঙ্গবার্তা ব্যুরো,
রাজ্য বিজেপির বর্তমান, প্রাক্তন এবং বিরোধী দলনেতা সবাই হাজির। একমঞ্চে বিজেপির এই তিন নেতাকে রবিবার দেখা গেল কলেজস্ট্রীটে। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী ও রাহুল সিনহা এই চার নেতাই এদিন উপস্থিত ছিলেন।
চাকরি যাওয়া থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় এই চার নেতাই একযোগে নিশানা করে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। তারা বলেন এই সরকারের অবিলম্বে বিদায় নেওয়া উচিত।এদিন এই চার নেতার পাশাপাশি বিজেপির অন্য নেত্রীরাও ছিলেন।
মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও ওঠে বিজেপির এই সভা থেকে। বিজেপি নেতাদের অভিযোগ, রাজ্য প্রশাসন যদি আগে থেকে ব্যবস্থা নিত তাহলে পরিস্থিতির এত অবনতি হত না। তারা বলেন, প্রশাসক হিসেবে মুখ্যমন্ত্রী সম্পুর্ণ ব্যর্থ। পুলিশ প্রশাসনের গোয়েন্দা বাহিনী কেন আগাম খবর পেল না প্রশ্নও তোলেন বিজেপি নেতারা।
এদিকে মুর্শিদাবাদের পরিস্থিতি এখন সম্পুর্ণ নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন ডি জি রাজীব কুমার। তিনি নিজে সেখানে রয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু করে দিয়েছে। রাজ্য পুলিশের দক্ষ অফিসারদের সেখানে মোতায়ন করা হয়েছে।

11:01