সম্ভলের জামা মসজিদ নিয়ে মামলা গ্রহণ এলাহাবাদ হাইকোর্টের

বঙ্গবার্তা ব্যুরো,
ফের দেশে মাথা চাড়া দিচ্ছে মন্দির মসজিদ বিতর্ক। এবার উত্তরপ্রদেশের সম্ভলের জামা মসজিদকে বিতর্কিত নির্মাণ আখ্যা দিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে হিন্দু পক্ষ। এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি রহিত রঞ্জন আগরওয়াল মামলা গ্রহণ করেছেন। এই নিয়ে আদালত মামলা গ্রহণ করায় এখন পুরো বিষয় আদালতের এক্তিয়ারে চলে গেল।
গত কয়েক বছর ধরে এই মসজিদ নিয়ে বিতর্ক শুরু হয়।হিন্দু পক্ষের দাবি মন্দির ভেঙ্গেই তৈরি হয়েছে এই মসজিদ। আদালত আর্কিওলজি সোসাইটি অব ইন্ডিয়াকে জরিপের নির্দেশ দেয়। তাদের রিপোর্টে কিছু খামতি থাকায় ফের জরি্পের নির্দেশ দেওয়া হয়। এই পরিস্থিতিতে মসজিদ পরিচালন কমিটি সেটি রঙ করার আর্জি জানায় আদালতে। আর্কিওলজি সোসাইটি বলে সংস্কারের কাজ করা যেতে পারে, কিন্তু রঙ করার দরকার নেই।
এদিকে হিন্দু পক্ষ এখন মসজিদকে বিতর্কিত নির্মাণ বলে আদালতে নতুন করে মামলা করেছে। আদালত সেই মামলা গ্রহণ করায় পুরো বিষয় এখন অন্যদিকে মোড় নিল।
বাবরি মসজিদ মামলায় আদালত এই বিতর্কিত নির্মাণের মামলা গ্রহণ করেছিল।আইনজীবীদের একাংশের বক্তব্য এই বিতর্কিত নির্মাণের দাবির পরেই আদালত বাবরি মসজিদে নমাজ পাঠে আপত্তি জানায়।
এখন সম্ভলের জামা মসজিদ নিয়ে আদালত মামলা গ্রহণ করায় এবং তাতে বিতর্কিত নির্মাণ জুড়ে যাওয়ায় এর ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি হল।