আবারও নতুন করে জুটি বাঁধছেন আল্লু-পূজা

Allu Arjun and Pooja Hegde reunion film

Upload By K. Halder at 21th March 2025, 06:35 PM

বিনোদন ডেস্ক বঙ্গবার্তা
পূজা হেগড়ে ও আল্লু অর্জুনের রসায়ন ‘আলা বৈকুণ্ঠপুরমুলু’ সিনেমায় আগেই মন জয় করেছিল দর্শকদের। রোমান্টিক কমেডি ঘরানার এই সিনেমা খুব ভালো ব্যবসাও করেছিল। বিশেষ করে ছবির গানগুলো মাতিয়ে দিয়েছিল দর্শকদের। অতি সম্প্রতি পূজা হেগড়ে আবারও তাদের পুনর্মিলনের সম্ভাবনার কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমে ।

আল্লুর সঙ্গে কাজ করার সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কেন নয়, যদি ভালো গল্প, চরিত্র এবং উপযুক্ত সুযোগ থাকে, তবে অবশ্যই আবার একসাথে কাজ করতেই পারি।’

এই মুহূর্তে, পূজা হেগড়ে তার আসন্ন তামিল সিনেমা ‘রেট্রো’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি ১ মে মুক্তি পাবার কথা । এছাড়াও তিনি থালাপতি বিজয়ের সাথে ‘জানা নায়াগান’ সিনেমায় কাজ করছেন। যা বিজয়ের শেষ সিনেমা হতে পারে।

অন্যদিকে আবার আল্লু অর্জুন তার পরবর্তী সিনেমা ‘এএ২২xএ৬’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি অ্যাটলি পরিচালিত একটি সুপারহিরো থ্রিলার হতে যাচ্ছে। এছাড়াও ত্রিবিক্রম শ্রীনিবাসের সাথে একটি পৌরাণিক গল্পের ছবিতে কাজ করছেন তিনি। সেখানে তার চরিত্রটি কার্তিকের অনুপ্রেরণায় তৈরি।
আল্লু অর্জুন ও পূজা হেগড়ের পুনর্মিলন হলে তা দর্শকদের জন্য একটি আকর্ষণীয় অভিজ্ঞতা হতে পারে বলে মনে করছে বলিউড ।

20:58