অ্যালোভেরা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়

Aloe vera benefits for glowing skin

Upload By K. Halder at 25th April 2025, 11:24 AM

বঙ্গবার্তার বিশেষজ্ঞ

বর্তমানে অত্যাধুনিক জীবনযাত্রায়, ধুলোবালি আর দূষণের জন্যে ত্বকের যত্ন নেওয়া যেন দিন দিন কঠিন হয়ে উঠছে। এর মধ্যে যদি প্রাকৃতিক কোনো উপাদান দিয়ে ত্বকের যত্ন নেওয়া যায়, তবে সেটা যেমন নিরাপদ, তেমনি উপকারীও বটে । এমনই এক উপকারী উপাদান হলো অ্যালোভেরা।

ঘৃতকুমারী বা অ্যালোভেরা হাজার হাজার বছর ধরেই ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এই বর্তমান সময়ে রূপচর্চায় এর গুরুত্ব যেন আরও বেড়েই চলেছে । চুল থেকে ত্বক সব ক্ষেত্রেই অ্যালোভেরার জাদুকরী উপকারিতা লক্ষ্য করা যায়। এবার চলুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে অ্যালোভেরার উপকারিতা সম্পর্কে-

ত্বককে হাইড্রেট রাখে
যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাদের জন্য অ্যালোভেরা হতে পারে প্রাকৃতিক ময়েশ্চারাইজার। অ্যালোভেরা জেল মূলত জলজ, যা ত্বক দ্রুত শুষে নেয় এবং গভীরভাবে আর্দ্রতর দেখায়। কেমিক্যালযুক্ত ময়েশ্চারাইজারের পরিবর্তে এটি একটি দারুণ বিকল্প।

ব্রণ প্রতিরোধে সাহায্য করে
যাদের চামড়া তৈলাক্ত তাদের ব্রণের সমস্যা দেখা দেয় । অ্যালোভেরার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ব্রণের জীবাণু ধ্বংস করে। নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহারে ব্রণের দাগ হালকা এবং নতুন ব্রণও কম ওঠে বললেও ভুল হবেনা ।

রোদ পোড়া ত্বককে ঠান্ডা রাখে
গরমকালে রোদে বের হলেই অনেক সময় আমরা পুড়ে যায় বা লাল লাল দাগ দেখা যায় । অ্যালোভেরা জেল এই পোড়া চামড়ায় ঠান্ডা অনুভব দেয় ও জ্বালাভাব অনেকটাই কমিয়ে দেয় । এর জন্যই অনেক সানবার্ন লোশন বা জেলে অ্যালোভেরা অন্যতম উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

ঘাঁ ও চুলকানি কমায়
যাদের ত্বকে চুলকানি বা অ্যালার্জির সমস্যা আছে তারা তারা অ্যালোভেরা ব্যবহারে অনেকটাই প্রশমিত হতে পারেন।

চামড়ার বয়সের ছাপ কমায়
বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা ও ফাইন লাইন পড়তে শুরু করে। অ্যালোভেরা এর থেকে অনেকটাই রক্ষা করে। এতে থাকা ভিটামিন ‘সি’ ও ‘ই’ ত্বককে উজ্জ্বল বর্ণময় রাখতে সাহায্য করে।

ক্ষত সারাতে সহায়ক
কাটা,ছড়া, পোড়াতে বা ইনফ্ল্যামেশনসহ যেকোনো ক্ষত স্থানে অ্যালোভেরা প্রাকৃতিক ঔষধি হিসেবে কাজ করে। অনেকসময় মশার কামড় বা চামড়ার ছোট ক্ষততে অ্যালোভেরা আরাম দেয়।

ব্যবহার করবেন কিভাবে?

তাজা অ্যালোভেরা পাতা থেকে জেলি অংশটা বের করে সরাসরি ত্বকে লাগিয়ে ১৫–২০ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জল দিয়ে সম্পূর্ণ ধুয়ে ফেলুন। প্রয়োজনে বাজারে পাওয়া নির্ভেজাল অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন, তবে উপাদান যাচাই করে নেওয়া বিশেষ জরুরি।