বঙ্গবার্তা ব্যুরো,
বলিউডের বাসিন্দারা ভালো নেই গায়ক ও সুরকার অমল মালিক এমনটাই মনে করেন। তার দাবী এই চলচ্চিত্রশিল্পের জঘন্য রূপ সহ্য করতে না পেরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সুশান্ত সিং রাজপুত। অমল সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, সুশান্তের সঙ্গে আগে যেমন করা হত, এখন বড় প্রযোজক, নির্মাতা এবং অভিনেতারা কার্তিক আরিয়ানের সঙ্গে তাই করছেন। তবে এই সব কিছুর মাঝেই হাসিমুখে কাজ করে চলেছেন কার্তিক। বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় এই নায়ককে নিয়ে ভীষণ চিন্তিত অমল মালিক।
সাক্ষাৎকারে অমল বলেন, জনগণ এই শিল্পের বাস্তবতা বুঝতে পেরেছে। এতটাই অন্ধকার যে মানুষের জীবন চলে গিয়েছে। সামলাতে পারেননি সুশান্ত সিং রাজপুত। তাদের সঙ্গে যাই ঘটুক না কেন, কেউ এটাকে হত্যাকাণ্ড বলছে, কেউ বলছে আত্মহত্যা। যাই হোক, লোকটা চলে গেল।
অমলের অভিযোগ, এই শিল্প তার মন বা তার আত্মার উপর কিছু করেছে। অথবা কিছু মানুষ একসঙ্গে তার মনোবল ভেঙে দিয়েছে। এই ইন্ডাস্ট্রি তেমনই একটা জায়গা। সেই কথা প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মন চলে গেছে বলিউড থেকে।
সিনেমার ভালো মানুষের প্রতি অন্যায় করা হচ্ছে উল্লেখ করে অমল বলেন, এই মানুষগুলো সবকিছু ছিনিয়ে নিয়েছেন সুশান্ত সিং রাজপুতের কাছ থেকে। এই মানুষগুলোর পতন প্রাপ্য। ভালো লোকের প্রতি অন্যায় করা হয়েছে। আজ দেখুন, এই মানুষগুলোও কার্তিক আরিয়ানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একই কাজ করার চেষ্টা করছে । তিনিও একই সমস্যা নিয়ে বেরিয়ে এসেছেন, নাচছেন, হাসছেন।’
কার্তিক আরিয়ান বলিউডে নতুন এসেছেন জানিয়ে অমল বলেন, তার মা এবং বাবা সবাই তাকে সমর্থন এবং গাইড করার জন্য তার সঙ্গে আছেন। তিনি সদ্য এসেছেন। কিছু ভালো কাজ করলেও, তাকে সরানোর চেষ্টা করছেন ১০০ জন। তারা ক্ষমতার খেলা খেলছে। বড় বড় প্রযোজক, পরিচালক, অভিনেতারা এই সবকিছু করেন।
এমনটাই করা হয়েছিল সুশান্ত সিং রাজপুতের সঙ্গে।