একজন ৫০ বছর বয়সী ব্যক্তি, যাকে “মানসিকভাবে অসুস্থ” মনে করা হচ্ছে, এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন। শনিবার হায়দারাবাদের হায়াথ নগর থেকে একটি অ্যাম্বুলেন্স চুরি করেন তিনি। পুলিশ জানিয়েছে, প্রায় ১০০ কিমি ধাওয়ার পর তাকে আটক করা হয়েছে। চুরি করা অ্যাম্বুলেন্সটি ‘১০৮’ পরিষেবার অন্তর্গত ছিল। সকালে ওই ব্যক্তি এটি হাসপাতাল থেকে চুরি করে হায়দরাবাদ-ভিজয়ওয়াড়া জাতীয় সড়কে সাইরেন বাজিয়ে চালিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে।ধাওয়া চলাকালীন চিটিয়ালায় অ্যাম্বুলেন্সটি একটি পুলিশ গাড়িকে ধাক্কা দিলে এক সহকারী সাব-ইন্সপেক্টর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
১০০ কিমি ধাওয়া করে হাসপাতাল থেকে চুরি যাওয়া অ্যাম্বুলেন্স উদ্ধার করল পুলিশ, ধৃত ১
