ইউক্রেন নিয়ে আলোচনায় রাশিয়ার অবহেলায় ধৈর্য হারাচ্ছে আমেরিকা, সতর্কবার্তা মস্কোকে

Published by Subrata Halder On 06 April 2025 at 1:26 AM

বঙ্গবার্তা ব্যুরো,
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা শান্তি আলোচনা একটি গুরুত্বপূর্ণ জায়গায় এলেও আলোচনার টেবিলে সময় কেটে যাচ্ছে সময়ের পর সময়।রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান শান্তি আলোচনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, রাশিয়ার কাছে তার প্রতিশ্রুতি বাস্তবায়িত করার সময় ফুরিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই আলোচনার প্রতি ধৈর্য হারাচ্ছে বলে জানিয়েছেন মার্কো রুবিও।


ব্রাসেলসে সামরিক জোট ন্যাটো গোষ্ঠীভূক্ত বিদেশমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে মার্কো রুবিও আলোচনার বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন।ইউক্রেনে দ্রুত সম্ভব শান্তিচুক্তি চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।কিন্তু রাশিয়া ট্রাম্প প্রশাসনের সব প্রচেষ্টাকে বানচাল করছে বলে অভিযোগ করেছেন ইউরোপের বিদেশমন্ত্রীরা।তাঁরা মনে করেন শান্তিচুক্তিতে বাধ্য করতে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠিন অবস্থান নেওয়া উচিত ট্রাম্প প্রশাসনের।কারণ, রাশিয়ার প্রেসিডেন্ট শান্তিচুক্তির বিষয়ে আন্তরিক নন।
আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা মনে করছেন যে আমেরিকার এই মনোভাবের পিছনে এই উদ্বেগই কাজ করছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধক্ষেত্রে তার সামরিক লক্ষ্য অর্জনের জন্য আলোচনাকে সময় কাটানোর কৌশল হিসেবে ব্যবহার করছেন। ইউরোপীয় নেতারা এই ভেবে উদ্বিগ্ন যে ট্রাম্প শান্তি আলোচনায় পুতিনের দাবিগুলোকে প্রাধান্য দিয়ে দিতে পারেন। আর এটা হলে ইউক্রেনের সুরক্ষার ব্যাপারটা প্রশ্নচিহ্নের মুখে পড়বে।