ডিসেম্বর থেকে সব রাজ্যের ভাষাতেই সরকারি কাজ করবেন তিনি সংসদে জানালেন অমিত শাহ

বঙ্গবার্তা ব্যুরো,
সংসদে চলতি ভাষা বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শুক্রবার রাজ্যসভায় জানিয়েছেন আগামী ডিসেম্বর মাস থেকে তিনি তাঁর সব কাজ বিভিন্ন রাজ্যের নিজস্ব ভাষাতেই করেবন। অর্থাৎ তিনি যদি কোনও মুখ্যমন্ত্রী, মন্ত্রী, সাংসদ বা সাধারণ মানুষকে কোনও চিঠি পত্র দেন তাহলে সেই রাজ্যের ভাষাতেই দেবেন। তিনি বলেন বিরোধীরা ভাষা নিয়ে ভিত্তিহীন অভিযোগ করেছে।কেন্দ্র কোন ভাষা চাপিয়ে দিচ্ছে না।
রাজ্যসভায় অমিত শাহ বলেন, হিন্দি ভাষা কারুর শত্রূ নয় বরঞ্চ সবার বন্ধু।কেন্দ্র কোন রাজ্যের ওপরই হিন্দি চাপিয়ে দিচ্ছে না। তিনি বলেন আমি গুজরাটের লোক, নির্মলা সীতারামন তামিলনাড়ুর তাহলে আমরা শুধু হিন্দি চাপিয়ে দেব কেন?
অমিত শাহ এদিন অভিযোগ করেন বিরোধীরা নিজেদের দুর্নীতি আড়াল করতে ভাষা নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।ডি এমকে সরকারকে নিশানা করে তিনি বলেন, কেন্দ্র মেডিকাল এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষা ভারতীয় ভাষায় পড়ার সুযোগ করে দিয়েছে। তামিলনাড়ু সরকার সেই কাজ করার সাহস দেখায় নি। তিনি অভিযোগ করেন এর পিছনে তাদের বাণিজ্যিক স্বার্থ রয়েছে। তাই তারা এই কাজ করবে না।

09:04