রক্তাক্ত কাশ্মীর অথচ নির্বিকার অমিতাভ লিখছেন টি ৫৩৫৬,আশ্চর্য্য

Amitabh Bachchan T5356 post controversy

Upload By K. Halder at 23th April 2025, 05:00 PM

বঙ্গবার্তা ব্যুরো,
পহেলগাঁওয়ের মর্মান্তিক ঘটনায় সারা দেশ মর্মাহত। সর্বস্তরের মানুষ এই ঘটনার নিন্দে করছে। বাদ নেই বলি তারকারা। আর সেই সূত্রেই ট্রোলের মুখে পড়েছেন অমিতাভ বচ্চন। মঙ্গলবার রাত থেকেই সমাজ মাধ্যমে এঈ ঘটনার নিন্দে শুরু হয়। একাধিক বলি তারকা এই নিয়ে মুখ খুলেছেন। ঘটনার নিন্দে করেছেন।
বলিউডের একাধিক তারকা এই ঘটণায় ক্ষোভ প্রকাশ করেছেন। সেই তালিকায় আছেন সঞ্জয় দত্ত, ভিকি কৌশল, অক্ষয় কুমার, জাভেদ আখতার, জাহ্নবী কাপুর, রশ্মিকা মান্দানা, কঙ্গনা রাণাউত, আলিয়া ভাট, অনুষ্কা শর্মা। প্রশ্ন এত জন বলি তারকা যখন এই ঘটনায় নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন তখন অমিতাভ বচ্চন কেন নীরব?
শুধু নীরব বললে সবটা বলা হবে না। তিনি এদিন এমন এক পোস্ট করেছেন যা নিয়ে চর্চা হচ্ছে সবচেয়ে বেশি। নেট নাগরিকদের কাছে বিগ বি এর পোস্ট সবচেয়ে বেশি আশ্চর্যের বলে মনে হয়েছে। তিনি আপাত এক অদ্ভুত শব্দ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘টি ৫৩৫৬’। এখন কেউ এর মানে খুঁজে পাচ্ছেন না। বুঝতেও পারছেন না এর মানে কী? কেনই বা এই পরিস্থিতিতে অমিতাভ বচ্চনের মতো মানুষ এই ধরণের পোস্ট করলেন।
ধৈর্য রাখতে না পেরে সমাজ মাধ্যমে অনেকেই নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। একজন লিখেছেন এই পরিস্থিতিতে দুঃখ প্রকাশ না করে , ঘটনার নিন্দে না করে এই অদ্ভুত শব্দ পোস্ট করার মানে কী?

06:58