বঙ্গবার্তা নিউজ ডেস্ক:
Published by -Jyotirmay Dutta: Posted November 22.11.2025 at 20:17pm
ছবি- নিজস্ব
আলিপুরদুয়ার জেলার মাদারিহাট মিলন পাঠাগারে সম্প্রতি অনুষ্ঠিত হলো বটবৃক্ষের ছায়া গ্রন্থ প্রকাশ ও সাহিত্য সম্মেলন। অনুষ্ঠানের আয়োজক গৌরাধান উরাওঁ মেমোরিয়াল কালচারাল সোসাইটি। ওই সংস্থার চেয়ারপার্সন কেশবী উরাওঁ স্বাগত ভাষনে বলেন ,তার বাবার স্মৃতিতে একটা প্রবন্ধ সংকলন প্রকাশ করা হল। যে সংকলনের মধ্যে সমাজের বিশিষ্টজনেদের প্রবন্ধ প্রকাশিত হয়েছে। লেখকেরা তাদের পিতার আদর্শ, কৃতিত্ব তুলে ধরেছেন। কেশবী উরাওঁ বলেন, এই ধরনের অনুষ্ঠান মাদারিহাটে প্রথম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতিহাসবিদ ড: আনন্দগোপাল ঘোষ। তিনি বলেন, এই অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে সাহিত্য ও সংস্কৃতির প্রসার ঘটে। বটবৃক্ষের ছায়া সংকলনটির প্রশংসা করে তিনি বলেন, তারা অনেকেই তাদের পিতার লড়াই সংগ্রামের আদর্শকে মনে রাখে না । এই বইটি নতুন করে সকলকে উজ্জীবিত করবে। ভুলে যাওয়া ইতিহাস নতুন করে স্মরণ করার সুযোগ করে দিলেন কেশবী উরাওঁ।
সভাপতির আসন অলংকৃত করেন প্রবীণ সাংবাদিক ও ডুয়ার্স সমাচারের সম্পাদক রমেন দে। তিনি বলেন , বর্তমান সমাজে অবক্ষয় শুরু হয়েছে। এই ধরনের অনুষ্ঠান নতুন করে সমাজকে গড়ে তুলতে সাহায্য করবে । সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধি ঘটবে এই ধরনের অনুষ্ঠান। মুর্শিদাবাদ সাহিত্য সংসদের সম্পাদক শঙ্কর দাস কবিতা পাঠের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির বর্তমান অবস্থান সম্পর্কেও তুলে ধরেন । সমাজসেবী রামসেবক গুপ্ত বলেন, সাহিত্যি ও সংস্কৃতির সমৃদ্ধির মধ্যে দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আদিবাসী ট্রাইবাল ডেভেলপমেন্ট বোর্ডের কার্যকরী কমিটির সদস্য বিনয় নার্জিনারী ভাষা ও সংস্কৃতি নিয়ে আলোকপাত করেন । কবি বিপুল গুপ্ত ঝাড়খণ্ডের বাংলা ভাষা আন্দোলন তুলে ধরেন। কবি শেলী চক্রবর্তী বাংলা ও বাঙালির প্রাসঙ্গিকতা তুলে ধরেন। সময়ের সাথে পত্রিকার সম্পাদক সঞ্জয় ঘোষ, কবি বীরেন্দ্র নারায়ণ সিংহ, শ্রীকল্যাণ, মৃত্যুঞ্জয় দে .দুলিকা খেড়িয়া , সহ ১৮ জন কবি কবিতা পাঠ করেন।

