জাপানে ৬.০ মাত্রার কম্পন, ‘মেগা-ভূমিকম্প’ থেকে রক্ষা,খবর নেই কোনও ক্ষয়ক্ষতির

Earthquake graph pic

Published By Subrata Halder on 3rd April 2025 at 12:10am

বঙ্গবার্তা ব্যুরো,
আশঙ্কা ও পূর্বাভাস ছিলই, সেই তথ্যকে সত্যি করেই জাপানের কিউশু অঞ্চলে আঘাত হানল ৬.০ মাত্রার ভূমিকম্প। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭:৩৪ মিনিটে ৪০ কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্পটি আঘাত হানে।সোমবারই জাপান সরকার একটি রিপোর্টে জানায় যে একটি ‘মেগা-ভূমিকম্প’ ও তার পরবর্তী সুনামিতে সেদেশে ২,৯৮,০০০ মানুষের মৃত্যু হতে পারে এবং ২ ট্রিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হতে পারে।‘মেগা-ভূমিকম্প’ বলতে সাধারণত ৮ বা তার বেশি মাত্রার অত্যন্ত শক্তিশালী ভূমিকম্পকে বোঝায়, যা ব্যাপক ধ্বংসযজ্ঞ ও সুনামি সৃষ্টি করতে সক্ষম।
গত বছর আগস্টে, জাপানের দক্ষিণাঞ্চলে ৭.১ মাত্রার একটি ভূমিকম্পে ১৪ জন আহত হওয়ার পর, জাপান আবহাওয়া সংস্থা ২০১১ পরবর্তী নিয়ম অনুযায়ী প্রথমবারের মতো মেগা-ভূমিকম্প সতর্কতা’ জারি করে। কয়েকদিন আগেই মায়ানমারে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ২,৮০০-রও বেশি মানুষ নিহত হয় এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে।তবে জাপানে এদিনের ভূমিকম্পের কারণে সে দেশের তৃতীয় বৃহত্তম দ্বীপ কিউশুতে বেশ কিছু ঘরবাড়ির ক্ষতি হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে।

01:33