নাইট একাদশে বাদ পড়তে চলেছেন আন্দ্রে রাসেল, পরিবর্তরভম্যান পাওয়েল

Andre Russell likely to be replaced by Rovman Powell

Upload By K. Halder at 25th April 2025, 07:58 AM

বঙ্গবার্তা ব্যুরো,
কথায় বলে, সকাল দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। ক্রিকেটের আদিম প্রবাদ, অনুশীলন দেখলে অনেক সময় আন্দাজ পাওয়া যায় আগামীর। এমন ভাবনা যদি বাস্তব হয়, তাহলে ধরে নেওয়া যায় শনিবারের ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা। যাকে ঘিরে কৌতুহল তিনি ক্যারিবিয়ান খেলোয়াড় আন্দ্রে রাসেল!


চলতি অষ্টাদশ আইপিএলে একেবারেই ছন্দে নেই দ্রে রাস। ব্যাটে রান নেই। দলকে ভরসা দিতে ব্যর্থ। উপরি হিসেবে নিয়মিতভাবে তাঁকে বল হাতেও দেখা যাচ্ছে না। সঙ্গে রাসেলের ফিনিশার ভূমিকা নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন। এমন অবস্থায় রাসেলের বদলি হিসেবে কি শনিবারের পাঞ্জাব কিংস ম্যাচে রভম্যান পাওয়েলকে দেখা যাবে? জল্পনা তুঙ্গে। আজ সন্ধ্যায় কেকেআরের অন্তত ঘণ্টা তিনেকের অনুশীলনের পর রাসেলের বদলি হয়তো রভম্যান, এমন জল্পনা বেড়েছে। রাসেলও নেটে ব্যাটিং করেছেন। অল্প সময় বোলিংও করেছেন। তুলনায় রভম্যানকে নিয়ে দীর্ঘসময় নেটে পড়েছিলেন কেকেআরের মেন্টর ডোয়েন ব্র্যাভো। ব্যাট হাতে বেশ আগ্রাসী মেজাজেও দেখা গিয়েছে রভম্যানকে।


দ্রে রাসের পরিবর্তের সন্ধানের পাশে নাইট শিবিরে আরও বদলের ভাবনা রয়েছে। এখনও একটিও ম্যাচে না খেলা মায়াঙ্ক মাকার্ণ্ডেকে শনিবার রাতে বল হাতে দলের তিন নম্বর স্পিনার হিসেবে দেখা গেলে অবাক হওয়ার থাকবে না। গুজরাটের বিরুদ্ধে শেষ ম্যাচে যে পিচে খেলা হয়েছিল, সেই পিচেই শনিবার শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে নামবে কেকেআর। পিচ নিয়েও প্রত্যাশিত চর্চা চলল আজ। বিকেল পাঁচটার কিছু পরে মাঠে ঢুকেই বাইশ গজের সামনে হাজির হয়ে যান কোচ চন্দ্রকান্ত পন্ডিত, অধিনায়ক আজিঙ্কা রাহানে, মেন্টর ডোয়েন ব্র্যাভো, রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীরা। পিচ পর্যবেক্ষণের পর তার পাশে দাঁড়িয়ে রীতিমতো বৈঠক হয় নাইট টিম ম্যানেজমেন্টের।


কেন বৈঠক? কারণ, পিচে সামান্য হলেও ঘাস রয়েছে। যা কেকেআরের একেবারেই পছন্দ নয়। যদিও ঠিক কেমন পিচ হলে নাইটদের পছন্দ হবে, সেটাই এখন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় রহস্য। দিন কয়েক আগে মুল্লানপুরে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ৯৫ রানে অলআউটের লজ্জা এখনও দগদগে ঘা হয়ে রয়েছে কেকেআর শিবিরে। সেই ম্যাচে পাঞ্জাবের ১১২ রানের সামনে ধ্বসে গিয়েছিল নাইটদের ব্যাটিং। এবার ঘরের মাঠে ফের শ্রেয়সদের মোকাবিলা করার পাশে প্লে-অফ অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ওপেনিং জুটিতেও বদলের সম্ভাবনা রয়েছে কেকেআরের। শেষ ম্যাচে সুযোগ পাওয়ার পরও ব্যর্থ হওয়া রহমনুল্লাহ গুরবাজের জায়গায় কুইন্টন ডিকক ফিরতে পারেন বলে খবর। আজ সন্ধ্যার অনুশীলনে কুইন্টন সবার আগে নেটে ব্যাটিং করেছেন। ভালো ছন্দে রয়েছেন বলেও মনে হয়েছে।


নাইটদের প্রথম একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনার পাশে আজ আচমকাই কেকেআরের নেটে দেখা গেল উমরান মালিককে। আইপিএলের শুরুতেই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি। তাঁর পরিবর্ত হিসেবে চেতন সাকারিয়ার নাম ঘোষণা আগেই হয়ে গিয়েছে। কিন্তু তারপরও কেন নাইটদের নেটে উমরান? নাইটদের সংসারে খোঁজ নিয়ে জানা গেল, ফিট হয়ে ওঠা উমরানকে আপাতত দলের সঙ্গে রেখে তাঁকে ফিট করা হচ্ছে আাগমীর লক্ষ্যে।

09:15