কিং লিয়র দিয়ে মঞ্চে অভিনয় শেষ করবেন অঞ্জন


বঙ্গবার্তা ব্যুরো,
কিং লিয়রে অভিনয় করে নিজের মঞ্চের জীবনে ইতি টানবেন অঞ্জন দত্ত। ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়ে নিজেই এ কথা জনিয়েছেন অভিনেতা। ৭১ বছরের অঞ্জন দত্ত কিছুদিন আগেই পরমব্রত চট্টোপাধযায়ের পরিচলানায় এই রাত তোমার আমার ছবিতে অভিনয় করেন।তাঁর বিপরীতে ছিলেন অপর্না সেন।
সমাজ মাধ্যমে মঞ্চকে বিদায় জানাবার কথা বলতে গিয়ে অঞ্জন দত্ত মঞ্চ এবং চলচ্চিত্রে অভিনয় নিয়ে নিজের অভিজ্ঞতা এবং মতামত জানিয়েছেন। তিনি মনে করেন অভিনয় সবাই করতে পারে না, শুধু অভিনেতারাই পারেন। অভিনয়কে তিনি অন্য কোনও কাজের মতো বলেও মনে করেন না।
অঞ্জন দত্ত লিখেছেন অভিনয় করতে হলে সেন্টিমেন্টাল হলে চলবে না।অভিনেতার কাজ হচ্ছে অভিনয় করা, কোনও চরিত্রের মতো হতে চেষ্টা করা নয়, সেই চরিত্র হয়ে ওঠা।কখনই অতিনাটকীয় কিছু করা যাবে না, শুধু সেই কাজটুকুই করতে হবে যা করতে বলা হবে।
নিজের অনুরাগীদের উদ্দেশে তিনি লিখেছেন কিং লিয়র দিয়ে মঞ্চ অভিনয় শেষ করাটাই তাঁর পক্ষে যথাযথ হবে।৭১ বছর বয়সে তিনি মঞ্চে অভিনয় জীবনে ইতি টানছেন। নিজের অনুরাগীদের ৯মার্চ জ্ঞানমঞ্চে তাঁর শেষ মঞ্চ অভিনয় দেখার আহ্বানও জানিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।