অস্কারে সেরা ছবির পুরস্কার জিতল ‘আনোরা’

বঙ্গবার্তা ব্যুরো,
৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে সেরা ছবির পুরস্কার জিতল ‘আনোরা’। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল অস্কারের আসর। সেখানেই সেরা সিনেমার পুরস্কার জিতল শন বেকারের সিনেমাটি। এর আগে এ সিনেমার জন্য সেরা নির্মার্তার পুরস্কার জিতেছেন শন বেকার, মাইকি ম্যাডিসন হয়েছেন সেরা অভিনেত্রী। ‘আনোরা’ ২০২৫ অস্কারে সাফল্য স্বাধীন চলচ্চিত্র নির্মাণের শক্তিকে প্রমাণ করে এবং গল্প বলার গুরুত্বকে তুলে ধরে।

শন বেকারের ঐতিহাসিক অর্জন এবং মিকি ম্যাডিসনের অসাধারণ অভিনয় হলিউডে একটি অবিস্মরণীয় ছাপ রেখেছে, যা প্রমাণ করে যে বক্স অফিসের সংখ্যাই একটি চলচ্চিত্রের প্রভাবের একমাত্র মাপকাঠি নয়। সেই ‘আনোরা’ জিতল সেরা চলচ্চিত্রের পুরস্কার, এমিলিয়া পেরেজ এবং আরও ৮টি চলচ্চিত্রকে পিছনে ফেলে শীর্ষ সম্মানের পাশাপাশি, শন বেকার সেরা পরিচালক, সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা সম্পাদনার জন্য অস্কার জিতেছেন, ওয়াল্ট ডিজনির রেকর্ডের সমতুল্য হয়ে এক বছরে চারটি প্রতিযোগিতামূলক অস্কার জিতলেন।


মিকি ম্যাডিসন তার অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। একমাত্র বিভাগ যেখানে ‘আনোরা’ জয় পায়নি তা হল সেরা পার্শ্ব অভিনেতা, যেখানে ইউরা বরিসভ এ রিয়েল পেইন ছবিতে অভিনয় করা কিয়েরান কুলকিনের কাছে হেরে যান।