আবার অমানবিক আরজিকর

পীযূষ চক্রবর্তী,
ফের আরজি কর হাসপাতালে পুলিশ হুলস্থূল কাণ্ড। টিটাগড়ের এক যুবকের দেহ ট্রমা কেয়ার থেকে মর্গে নিয়ে যাওয়ার সময় হুলস্থুল কাণ্ড আরজি করে। মৃতদেহ নিয়ে যাওয়ার সময় হঠাৎই পড়ে গিয়ে অচৈতন্য হয়ে পড়েন এক স্বাস্থ্যকর্মী। তাহলে কি অসুস্থ ব্যক্তিকে দিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার কাজ হচ্ছিল, এই প্রশ্ন ওঠে।
জানা গিয়েছে, টিটাগড়ের বাসিন্দা অমর চৌধুরী নামে ওই যুবকের পাশাপাশি আর‌ও একজনের দেহ ট্রমা কেয়ার থেকে মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় কিছুটা যাওয়ার পরই হঠাৎই পড়ে যান ওই স্বাস্থ্য কর্মী। তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন।
প্রশ্ন উঠেছে, যেখানে দুটি দেহ দুজনের নিয়ে যাওয়ার কথা সেখানে মিঠুন মল্লিকের নামে একজন স্বাস্থ্য কর্মীকে দিয়ে কেন সেই কাজ করানো হচ্ছিল? এর সদুত্তর অবশ্য পাওয়া যায়নি। পরে ওই স্বাস্থ্য কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গিয়েছে, দোলের দিন টিটাগরের বাসিন্দা ওই যুবককে কুপিয়ে খুন করার চেষ্টা করে দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় তাকে আরজি কর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসকরা মিঠুনকে মৃত বলে ঘোষণা করেন। তবে কয়েকমাস আগেও এই হাসপাতালে মর্গের কর্মীদের মধ্যে থ্রেট কালচার নিয়ে সরব হয়েছিলেন কয়েকজন কর্মী। তখনকার মতো বিষয়টি মিটে যায়।তবে থ্রেট যে তলায় তলায় চলে আসছে তা বোঝাই যাচ্ছে এই ঘটনার পর।