বুলা চৌধুরীর বাড়িতে চুরি, খোয়া গেল সব পদক ও পুরস্কার

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

নিজস্ব চিত্র

পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে আবারও বড় ধরণের চুরি। হিন্দমোটর দেবাইপুকুরের বাড়িতে বুলারা থাকেন না। মাঝে মাঝে আসেন। সেই বাড়ির পিছনের দরজা ভেঙে চুরি হয়েছে। প্রচুর পুরস্কার, মেডেল, স্মারক উধাও। ঘর লণ্ডভণ্ড।

কয়েক বছর আগেও এমন চুরির ঘটনা ঘটেছিল। পুলিশ এখনও পুরোপুরি তার কিনারা করতে পারেনি। তার মধ্যেই আবার এমন ঘটনা। উত্তরপাড়া থানায় অভিযোগ জানিয়েছে বুলার পরিবার।
হিন্দমোটরে বুলার দাদা-বৌদি এবং ছোট ভাই থাকেন। তাঁরা জানিয়েছেন, আগে তিন বার চুরি হয়েছে বুলার বাড়িতে। পুলিশে অভিযোগ করা হয়েছিল। কিছু দিন পুলিশ পাহারা দিয়েছিল।তার পর থেকে ফাঁকাই থাকে বাড়ি।বর্তমানে বুলা চৌধুরি কলকাতায় থাকেন।

উত্তরপাড়ার এই বাড়িতেই শুরু বুলা চৌধুরীর সাঁতারের কেরিয়ার। দেবাইপুকুরে প্রথম তাঁর সাঁতারে হাতেখড়ি। বর্তমানে তিনি সপরিবারে থাকেন কলকাতার কসবার ফ্ল্যাটে। উত্তরপাড়ার এই বাড়িতে তিনি মাঝেমধ্যে যান। কয়েক মাস আগে তিনি সেখানে গিয়েছিলেন। তারপর থেকে বাড়ি বন্ধই ছিল।

স্বাধীনবতা দিবসের সকালে বাড়িতে গিয়ে দেখেন, পিছন দিকে গেটের তালা ভাঙা। উধাও বুলা চৌধুরীর যাবতীয় পুরস্কার, মেডেল ও স্মারক। সঙ্গে বিষয়টি উত্তরপাড়া থানায় জানানো হয়।
অভিযোগ, বৃহস্পতিবার রাতে পিছনের দরজা ভেঙে ঢোকে চোর। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল, এসিপি আলি রাজা প্রমুখ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

06:06