Published By Subrata Halder, 28 May 2025, 08:09 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীকে বিশিষ্টজনদের খোলা চিঠি।
রাজ্যের কবি, লেখক ও সংস্কৃতিকর্মীদের একাংশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে এক খোলা চিঠিতে পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি ঘিরে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন। চিঠিতে তারা জানিয়েছেন, সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তারা এই চিঠি লিখতে বাধ্য হয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, কবিতা আকাদেমি, যা একমাত্র পশ্চিমবঙ্গেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল, তার কার্যকলাপ নিয়ে কবি ও আবৃত্তিকারদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ দানা বাঁধছিল। সেই অসন্তোষের কেন্দ্রে ছিল আর্থিক অনিয়ম, স্বচ্ছতার অভাব এবং পরিচালনায় গাফিলতির অভিযোগ।
বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও শিল্পীরা এই চিঠিতে উল্লেখ করেছেন, ২০২৫ সালের কবিতা উৎসবটি বাতিল হয়ে গিয়েছে, যা একটি গভীর উদ্বেগের ইঙ্গিত বহন করে। তাদের দাবি, ২০২৪ সালের জুন জুলাই মাসের পর থেকে কবিতা আকাদেমির কোনো বৈঠক পর্যন্ত হয়নি, যা প্রতিষ্ঠানটির অগ্রসরতা ও স্বাভাবিক পরিচালনার পরিপন্থী।
চিঠিতে সই করেছেন পবিত্র সরকার, মালিনী ভট্টাচার্য, মন্দাক্রান্তা সেন, সৌরীন ভট্টাচার্য, রত্না রশীদ ব্যানার্জি, শ্যামলকান্তি দাশ, নির্মল হালদার, গৌতম মিত্র, জয়ন্ত ঘোষ, অর্ক দেব, তিস্তা, সৌরভ মুখোপাধ্যায় সহ রাজ্যের বহু বিশিষ্ট কবি লেখক।
তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, কবিতা আকাদেমির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করানো হোক এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটির স্বচ্ছ ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা যায়। এই খোলা চিঠি শুধু একটি প্রশাসনিক প্রশ্ন নয়, এটি রাজ্যের সাহিত্যিক ও সংস্কৃতিক পরিসরের প্রতি শিল্পীদের এক গভীর দায়বদ্ধতার প্রকাশ।

