Upload By K. Halder at 19th March 2025, 05:30 PM
বঙ্গবার্তা ব্যুরো,
বাবুর মাকে মনে আছে? আরে নিম ফুলের মধু ধারাবাহিকের প্রধান চরিত্র বাবু। ধারাবাহিকে তার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অরিজিতা মুখোপধ্যায়। তাঁর অভিনয় গুনে তিনি দর্শকদের কাছে বাবুর মা হয়েই থেকে গেছেন।
সেই ধারাবাহিক শেষ হওয়ার পর আরও একটি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। এবার আরও এক সিরিয়ালে তাঁকে দেখা যাবে মা এর চরিত্রে।
এবার তিনি যে ধারাবাহিকে অভিনয় করছেন তা ইতিমধ্যেই দর্শকদের কাছে খুবই জনপ্রিয়। বহুদিন টি আর পি তালিকার শীর্ষে ছিল ‘অনুরাগের ছোঁয়া’। এবার সেই সিরিয়ালেই মায়ের চরিত্রে দেখা যাবে অরিজিতা মুখোপাধ্যায়কে।
ফের কেন মায়ের চরিত্রে তার কারণ জানিয়েছেন নিজেই। তিনি বলেন এই মায়ের চরিত্রটা ঠিক ক্যামিও নয়। এর অনেক পরত আছে। আছে অনেক রহস্য। তাছাড়া যে ধারাবাহিক এতদিন ধরে চলছে তার একজন হতে পারাও তো ভাল।
শুধু বাংলা ধারাবাহিক নয়, অরিজিতাকে বেশ কিছু বাংলা ছবিতেও দেখা গেছে। সম্প্রতি তাঁকে দেখা গেছে সৃজিত মুখোপাধ্যায়ের কিলবিল সোসাইটিতে অভিনয় করতে। তার অভিনয় দর্শকদের কাছে খুবই প্রশংসিত হয়েছে।