বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি সোশ্য়াল মিডিয়া
সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে দাবার বিশ্ব র্যা ঙ্কিংয়ে নাম তুলে চমক দিল্লির অরিণী লাহোটির। ক্লাসিক্যালে ১৫৫৩, র্যা পিডে ১৫৫০ ও ব্লিৎজে ১৪৯৮ পয়েন্ট পেয়েছে দিল্লির খুদে দাবাড়ু। কনিষ্ঠতম দাবাড়ু হিসাবে দাবার তিন ফরম্যাটেই ফিডে রেটিং পেল অরিণী।
২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর জন্ম আরিণীর। ২০১৯ সাল বা তার পরে জন্ম নেওয়া ছেলে ও মেয়ে দাবাড়ুদের মধ্যে আরিণীর রেটিং ভারতে সবচেয়ে বেশি। আরিণীর বাবা সুরেন্দ্র লাহোটীই তার কোচ। তিনি বলেন, “ঘরেই ওকে দাবা শিখিয়েছি। তিনটে ফরম্যাটেই ওকে তৈরি করেছি। তার ফল দেখতে পাচ্ছি। তিনটে ফরম্যাটেই ও ফিডে রেডিং পেয়েছে।” তার বাবা চান, অরিণীকে ভারতের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার বানাতে।
সুরেন্দ্র আরও বলছেন, “আমরা ওকে যখনই কোনও টুর্নামেন্ট খেলতে যেতে বলি, ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এমনকী এই বয়সেই ও এখানকার একটা অনূর্ধ্ব-৭ বিভাগে চ্যাম্পিয়ন ও অনূর্ধ্ব-১৬ বিভাগে দ্বিতীয় হয়েছে।”
আগস্ট মাসেই সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা দাবাড়ু হিসেবে র্যাূপিড র্যালঙ্কিংয়ে নাম উঠেছিল তার। এবার তিন বিভাগেই নাম লেখাল অরিণী।

