Upload By K. Halder at 24th April 2025, 06:00 PM
বঙ্গবার্তা ব্যুরো,
বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা অভিযানে জঙ্গীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হলো এক সেনা জওয়ানের। পহেলগামের ঘটনার পরই জঙ্গী নিকেশ করতে আরও জোরদার অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হওয়া এই অভিযানে উধমপুরের দুদুতে সংঘর্ষ ঘটে। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীদের ঘিরে ফেলেছে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে গুলির লড়াইয়ে ওই জওয়ান গুরুতর আহত হন, পরে তার মৃত্যু হয়।
জানা গেছে, এলাকাটি দুর্গম ভূপ্রকৃতি ও ঘন জঙ্গলের জন্য পরিচিত এবং এটি ভারতীয় সেনাবাহিনীর নবম কোরের আওতাধীন। কঠিন ভূপ্রকৃতি ও ঘন জঙ্গলে অ্যাম্বুশের সম্ভাবনার কারণে নিরাপত্তা বাহিনী সতর্কতার সঙ্গে এগোচ্ছে বলে জানানো হয়েছে। পহেলগামে জঙ্গি হামলার পর ২৪ ঘণ্টার মধ্যে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে এটি তৃতীয় সংঘর্ষ। এর আগে কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে সংঘর্ষ হয়।
পহেলগামে হামলার পর দায়ী সন্ত্রাসীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী অনুসন্ধান অভিযান শুরু করেছে। হামলার তদন্তে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি তিন সন্দেহভাজন জঙ্গির স্কেচ প্রকাশ করেছে। তারা হল আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা।