৭০ আসনের দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী হলেন আতিশী। তিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। সদ্য সমাপ্ত দিল্লি বিধানসভা ভোটে ২৭ বছর পর ক্ষমতা পায় বিজেপি। হেরে যায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিজেপি জেতে ৪৮ আসনে আপ ২২ আসনে।
রবিবার আপের পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকেই আতিশীকে বিরোধী দলনেত্রী হিসেবে নির্বাচিত করেন বিধায়করা। আগামী ২৪ তারিখ থেকে দিল্লি বিধানসভায় তিন দিনের অধিবেশন হবে। তার আগেই বিরোধী দলনেত্রী বেছে নিল আপ।
ভোটে হেরে যাওয়ার পর আতিশী জানিয়েছিলেন তাঁরা গঠন মুলক বিরোধীর ভূমিকা পালন করবেন। ভোটে বিজেপি দিল্লির মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা যাতে তারা পূরণ করে তার জন্য আপ লড়াই চালিয়ে যাবে।
অন্যদিকে দিল্লির নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়ে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের তৈর করা বাড়িতে তিনি থাকবেন না। তাঁর জন্য অন্য বাড়ি দেখা হচ্ছে। এবার নির্বাচনে কেজরিওয়ালের বাড়ি এক বড় ইস্যু হয়ে ওঠে।
খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারে একে শিস মহল বলে কটাক্ষ করেছিলেন। বিজেপি সূত্রে জানানো হয়েছে তিন দিনের অধিবেশনেই ক্যাগ রিপোর্ট পেশ করা হবে।
আতিশীর ওপরই ভরসা রাখলেন অরবিন্দ কেজরিওয়াল
