২২ শে আগস্ট আশা কর্মীদের মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযান

বঙ্গবার্তা ব্যুরো,

আগামী ২২ শে আগস্ট বিভিন্ন দাবী নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন চলো অভিযানের ডাক দিল আশাকর্মী ইউনিয়ন ও পৌর সংস্থার চুক্তভিত্তিক আশা কর্মীরা। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে আশাকর্মী সংগঠনের সম্পাদিকা ইসমত আরা খাতুন ও অন্যান্য নেত্রীবর্গ বলেন কাজের তুলনায় তাদের বেতন সামান্য। ছুটি বা অন্য কোন সুবিধা তারা পাননা। তারা গ্রাম বা শহরে গর্ভবতী ও প্রসূতি মায়েদের বিশ্রামে থাকা, ভারী কাজ না করা এমন অনেক উপদেশ দিয়ে সচেতন করে থাকেন। কিন্তু আশা কর্মীদের মাতৃত্বকালীন সুবিধা, বা প্রয়োজনে ছুটি মেলে না। তারা আর্থিক বঞ্চনার শিকার হন।

আজকের দিনে আশা কর্মীদের জীবন কাটাতে বেতন সামান্য। অবসর কালীন পাঁচ লক্ষ টাকাও পাচ্ছেননা বলেও অভিযোগ রয়েছে। এই রকম একাধিক দাবী নিয়ে ২২ শে আগস্ট তারা মুখ্য মন্ত্রীর কাছে স্মারক লিপি দেবেন। হাজরা মোড়ে সমাবেশ হবে বলেও জানান নেতৃত্ব। বেতনের পাশাপাশি আশা কর্মীরা তাদের সম্মান ও কাজের নিরাপত্তার ও দাবী তুলছেন।