চৈতন্যের শান্তিপুরের গাজনে অবলুপ্তপ্রায় অষ্টক ও বুলান গান

Ashtak and Bulan songs of Shantipur Gajan

Upload By K. Halder at 13th March 2025, 07:43 AM

রমিত
নদিয়ার শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট এলাকায় প্রতি বছর চৈত্র মাসে অনুষ্ঠিত হয় নীল পুজো ও গাজন উৎসব। এই উৎসব ঘিরে বছরের পর বছর ধরে চলে আসছে এক অনন্য সংস্কৃতি,অষ্টক ও বুলান গান। প্রায় ১০০ বছরের পুরনো এই ঐতিহ্য আজও উজ্জ্বল স্থানীয়দের স্মৃতিতে।


গাজন কমিটির সদস্যরা জানিয়েছেন, এই অষ্টক ও বুলান গান শুধু গান নয়, শান্তিপুরের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য। উৎসবের সময় এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা শিব, পার্বতী, রাধা ও কৃষ্ণের সাজে সেজে আশপাশের গ্রামগুলোতে ‘অষ্টগ্রাম’ করেন। বিভিন্ন বাড়িতে গিয়ে তাঁরা পরিবেশন করেন অষ্টক গান। এই গান গাওয়ার সময় যে অর্থ সংগ্রহ হয়, তা পুরোটাই খরচ হয় গাজন উৎসব ও শিব পুজার আয়োজনে। উৎসবের প্রতিটি পর্বে স্থানীয় মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে।


গাজনের মূল আকর্ষণ এই অষ্টক ও বুলান গান, যেখানে ধর্মীয় ভাবগম্ভীরতা ও লোকসংস্কৃতির মেলবন্ধনে তৈরি হয় এক অনন্য আবহ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গান ও উৎসব বয়ে চলেছে এক গভীর ঐতিহ্য ও পরম্পরা। উদ্যোক্তাদের দাবী,ভবিষ্যতেও এই সাংস্কৃতিক উত্তরাধিকার বজায় রাখতে তাঁরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবেন। এর মাধ্যমে যেমন ছোটদের মধ্যে সাংস্কৃতিক চেতনা বাড়বে ঠিক তেমনি শিল্প প্রতিভার ও বিকাশ ঘটবে। আজকের দিনে যখন মোবাইল ম্যানিয়া কিশোর বা তরুণ প্রজন্মকেও গ্রাস করছে তখন এই অষ্টক ও বুলান তাদের নিজের মনের সঙ্গে মিশে তাদের বেড়ে উঠতে সাহায্য করবে।

12:20