এশিয়া কাপ নিয়ে জটিলতা , নজর এবার আইসিসির মেগা মিটিংয়ে

বঙ্গবার্তা ব্যুরো. সন্দীপ সুর

এশিয়া কাপ নিয়ে জটিলতা অব্যাহত। সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ আয়োজিত হতে পারে বলে খবর। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় ভারতীয় দলের এশিয়া কাপে অংশগ্রহণ ঘিরে সংশয় তৈরি হয়েছিল। বিসিসিআইয়ের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে অনুমতি না মিললে তারা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারবে না।

এবারের এশিয়া কাপ শুরু হওয়ার কথা ১২ সেপ্টেম্বর থেকে। চলার কথা ২৮ তারিখ পর্যন্ত। গত বছর ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক চুক্তি হয়েছিল। যেখানে উল্লেখ ছিল দুটো দেশই একে অপরের ভেন্যুতে খেলবে না। সেক্ষেত্রে কোনও নিরপেক্ষ দেশে খেলবে।

আজ থেকে সিঙ্গাপুরে শুরু হয়েছে আইসিসির চার দিন ব্যাপী বার্ষিক সাধারণ সভা চলেছে । জানা গিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং টেস্ট বিশ্বকাপ নিয়ে আলোচনা করবনে আইসিসি কর্তারা। আরও কিছু বিষয়ে আলোচনাও হবে ওই বৈঠকে। তার মধ্যে অন্যতম এশিয়া কাপ। পিসিবি এবং বিসিসিআই এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে বলেই জানা গিয়েছে।

ভারত, পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং আমিরশাহি এই প্রতিযোগিতায় খেলবে। গ্রুপ পর্বে প্রতিটি দলের একে অপরের বিরুদ্ধে এক বার করে খেলার কথা। এর পর হবে সুপার ফোর পর্ব। সেখানে আরও এক বার ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে। সেই ম্যাচ রাখা হয়েছে ১৪ সেপ্টেম্বর। দুই দল যদি ফাইনালে ওঠে, তা হলে তৃতীয় বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফাইনাল ২১ সেপ্টেম্বর।