বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
পহেলগামে জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুরের ঘটনায় ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছিল। এই পরিস্থিতিতে পাকিস্তানের হকি দল ভারতে খেলতে আসবে কি না তা নিয়ে সংশয় ছিল।
শেষ পর্যন্ত পাকিস্তান হকি দলকে ভারতে আসার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। আগামী মাসে ভারতে শুরু হচ্ছে এশিয়া কাপ হকি। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বিহারের রাজগীরে।
২৭ শে আগস্ট থেকে ৭ ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। এই টুর্নামেন্ট এর আয়োজক দেশ ভারত। ভারত ছাড়াও এশিয়া কাপে অংশ নেওয়ার কথা জাপান, কোরিয়া, চিন, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং পাকিস্তানের।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান দলের ভারতে আসা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ভারত সরকার পাকিস্তান দলকে এদেশে আসার অনুমতি দিয়েছে। হকি ইন্ডিয়ার কর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। যদিও সরকারি ভাবে পাকিস্তানের দু’টি হকি দলকে ভারতের আসার অনুমতি দেওয়া হয়নি।
পাকিস্তানের দুই দলের খেলোয়াড় এবং কোচদের ভিসা অনুমোদন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রক।
পাকিস্তানকে অংশগ্রহণ করতে না দিলে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার নীতি অমান্য করার অভিযোগও উঠবে ভারতের বিরুদ্ধে। ভারত ইতিমধ্যে অলিম্পিকের জন্য বিড করেছে ফলে পাকিস্তানকে আসার অনুমতি না দিলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে প্রশ্নের মুখে পড়তে হতো।
ক্রীড়ামন্ত্রকের যুক্তি, বহুদেশীয় টুর্নামেন্টে ভারতের মাটিতে এসে যেকোনও দেশ খেলতে পারে। আপত্তি কেবল পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে খেলা নিয়ে। রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ হলেও তারা নানা প্রতিযোগিতায় একে অপরের বিরুদ্ধে খেলে।
চলতি বছরের হকি এশিয়া কাপ ও জুনিয়র হকি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানে একে অপরের মুখোমুখি হওয়ার কথা। দুটিই আয়োজিত হবে ভারতে।