বঙ্গবার্তা ব্যুরো সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
চলতি বছরের এশিয়া কাপ ঘিরে তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, ঢাকায় অনুষ্ঠিত হতে চলা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং এসিসির আরও কয়েকটি সদস্য দেশ। জানা গিয়েছে, আগামী ২৪ জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে চলা এই মিটিংয়ে যোগ দেবে না ভারতীয় ক্রিকেট বোর্ড । এশিয়া কাপের আয়োজক ভারত। তবে পহেলগাঁও কাণ্ডের জন্য এই প্রতিযোগিতা আমিরশাহিতে হওয়ার সম্ভাবনাই বেশি।
পিসিবি’র বার্ষিক বাজেট অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরে তাদের মোট আয়ের লক্ষ্যমাত্রা প্রায় ১৮.৮ বিলিয়ন পাকিস্তানি রুপি। ভারতীয় মুদ্রায় যা ৫৬৮ কোটিরও বেশি। এর মধ্যে শুধু আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে পিসিবি’র অংশ হিসেবে ধরা হয়েছে প্রায় ৮.৮ বিলিয়ন রুপি। ভারতীয় মুদ্রায় যা ২৬৫ কোটি টাকারও বেশি।
বোর্ডের এক সূত্র বলেছেন, “আইসিসি এবং এশিয়া কাপ থেকে পাওয়া অর্থ পাকিস্তান ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ।” তিনি জানান, এশিয়া কাপের সূচি এবং মাঠ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেই কারণে এখনও গোটা প্রতিযোগিতাই অনিশ্চিত।
সম্প্রতি এসিসির বার্ষিক সভায় পিসিবি প্রধান মহসিন নকভি স্বশরীরে উপস্থিত হননি সিঙ্গাপুরে, তিনি ভার্চুয়ালি যোদগ দেন। পিসিবির তরফে সুনেইর আহমেদ যোগ দিয়েছিলেন, কিন্তু বাকি বোর্ডের থেকে তাঁরা কোনও সমর্থনই পাননি জুলাইয়ের ২৪ তারিখের ঢাকায় মিটিংয়ে আশার ব্যাপারে।
কয়েকদিন আগেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়ে দিয়েছেন যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় যদি ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়, সেক্ষেত্রে সরকারের কোনও বাধা নেই।