বঙ্গবার্তা ব্যুরো,
ব্রিটেন সফরে হামলার মুখে পড়লেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানা গেছে জয়শঙ্কর একটি আলোচনা শেষে চাথাম হাউস থেকে বের হওয়ার সময় এক ব্যক্তি তার গাড়ির দিকে দৌড়ে যায় এবং পুলিশ অফিসারদের সামনে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে। একটি জাতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী অনলাইনে ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা গেছে তাতে দেখা যায় একজন ব্যক্তি আক্রমণাত্মকভাবে মন্ত্রীর কনভয়ের দিকে দৌড়াচ্ছে। প্রতিবাদকারীকে ত্রিবর্ণ পতাকা ছিঁড়তে দেখা যায়।অন্যদের সেখানে খালিস্তানি স্লোগান দিতে দেখা যাচ্ছিল।তবে কিছুক্ষণ পরই পুলিশ এগিয়ে এসে তাকে এবং অন্যান্য উগ্রপন্থীদের গ্রেফতার করে। জয়শঙ্কর যে ভেন্যুতে আলোচনায় অংশ নিচ্ছিলেন, তার বাইরেও খালিস্তানি উগ্রপন্থীরা প্রতিবাদ দেখাচ্ছিলেন। সেইসময় তাদের পতাকা ওড়াতে এবং খালিস্তান স্লোগান দিতে দেখা যায়।
এই ঘটনায় জয়শঙ্করের মতো ভিভিআইপির নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক গাফিলতির ব্যাপারটা স্পষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে।এই মুহূর্তে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ৪ থেকে ৯ মার্চ পর্যন্ত যুক্তরাজ্যের সরকারি সফরে রয়েছেন।
লন্ডনে জয়শঙ্করের উপর হামলা চালানোর চেষ্টা, ছেঁড়া হল জাতীয় পতাকা
