Published by Subrata Halder, 16 June 2025, 02:25 p.m.
বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
শেষ হয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২৩-২৫ সার্কেল। এবার শুরু হচ্ছে ২০২৫-২৭ সা্র্কেল। নয়া সার্কেল শুরুর আগে ঘোষিত হল টেস্টের ক্রম তালিকা। খেতাব জিতলেও এক নন্বর জায়গা দখল করতে পারল না দক্ষিণ আফ্রিকা। টেস্ট বিশ্বকাপ জেতায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। ২২টা ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২৫০১। টেম্বা বাভুমাদের রেটিং ১১৪।
আইসিসির নতুন টেস্ট ক্রমতালিকায় শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩২০০। গত দু’বছরে ২৬টা টেস্ট খেলে তাদের রেটিং ১২৩। টিম ইন্ডিয়ার জায়গার কোনও বদল হয়নি। ভারত আছে চার নম্বরে। গত দু’বছরে ২৭টা টেস্ট খেলেছে তারা। ভারতের পয়েন্ট ২৮৩৭। তাদের রেটিং ১০৫।
২০ শে জুন থেকে নতুন টেস্ট সাইকেলে অভিযান শুরু করছে ভারত, শুভমান গিলের নেতৃত্বে। আসন্ন সার্কেলে ভারত ১৮টি টেস্ট ম্যাচ খেলবে। হোম সিরিজে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। অ্যাওয়ে সিরিজে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ড। নতুন সাইকেলে অস্ট্রেলিয়া সবথেকে বেশি টেস্ট ম্যাচ খেলবে। ২২টি টেস্ট খেলবে অজিরা। ইংল্যান্ড খেলবে ২১টি।
এদিকে বিশ্ব টেস্ট চ্যামম্পিয়নশিপ ফাইনালে হতাশাজনক পারফরম্যান্সের জন্য হ্যাজেলউডকে আক্রমণ করলেন প্রাক্তন অজি পেসার মিচেল জনসন। তার কথায়, গত কয়েক বছর ধরে চোট সমস্যায় ভুগছে হ্যাজেলউড। তাছাড়াও দেশের হয়ে খেলার চেয়ে আইপিএলকেই বেশি গুরুত্ব দিচ্ছে ও। এটা খুবই চিন্তার বিষয়।
এবারের আইপিএলে আরসিবি’র হয়ে ১২ ম্যাচে ২২টি উইকেট শিকার করেছেন হ্যাজেলউড। কিন্তু বিশ্ব টেস্ট চ্যামম্পিয়নশিপ ফাইনালে হতাশাজনক পারফরম্যান্স করেছে। জনসন লিখেছেন, আমাদের সফল বিগ ফোর বোলিং আক্রমণ মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও ন্যাথান লায়নকে নিয়ে ভবিষ্যতে এগনো যাবে না।