পীযূষ চক্রবর্তী,
নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন অয়ন শীল। শুক্রবার কলকাতা বিচার ভবনে ১ লক্ষ টাকার বন্ড এবং কয়েকটি শর্ত সাপেক্ষে তাকে জামিন দেন বিচারক। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় অয়ন আগেই জামিন পেয়েছিলেন। এবার তাকে সিবিআই মামলাতেও জামিন দিল আদালত। এর আগে এই মামলায় আরও চার অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তৃণমূলের সাসপেন্ড হওয়া যুবনেতা কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি দাস জামিন পেয়েছেন। অয়ন প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে জামিন পেলেও পুর নিয়োগ দুর্নীতি মামলার জন্য এখনও তাকে জেলেই থাকতে হবে। ২০২৩ সালের মার্চ মাসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক ছিলেন এই অয়ন। পেশায় প্রোমোটার হলেও অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলেছিলেন এজেন্টের মাধ্যমে। প্রায় এক কোটি ৬৭ লক্ষ টাকা তিনি তুলেছিলেন বলে দাবি করে সিবিআই। এছাড়াও ১৭টি পুরসভায় তিনি ১৮২৯ জনকে অবৈধভাবে চাকরি দিয়েছিলেন বলে অভিযোগ। তার বাড়ি থেকে ইডি এবং সিবিআই বহু নথি উদ্ধার করে। এছাড়াও চাকরিপ্রার্থীদের তালিকাও উদ্ধার হয়েছিল অয়নের বাড়ি থেকে। একে একে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃতরা জামিন পেয়ে যাওয়ায় চিন্তিত অনেকেই।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এ জামিন অয়ন শীলের
