বঙ্গবার্তা ব্যুরো,
ছবি- বিসিসিআই ফেসবুক পেজ
লর্ডসে বল বদল নিয়ে বিতর্ক চরমে। ম্যাচের আম্পায়ারও গিলের মধ্যে, দ্বিতীয় দিনে লর্ডসে
বল পরিবর্তন নিয়ে বিতর্ক চরমে পৌঁছেছে। ম্যাচ চলাকালীন আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিলের।
দ্বিতীয় নতুন বল নেওয়া হয়েছিল ইংল্যান্ডের ব্যাটিংয়ের ৮০ তম ওভারে। সেই বলে মাত্র ১০ ওভার খেলা হয়েছিল। তারপর লুপ টেস্ট করে বল বদলান আম্পায়ার সরফুদ্দৌল্লা সৈকত। তাতে রীতিমতো অসন্তুষ্ট ভারতীয় শিবির। সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন ভারত অধিনায়ক শুভমান গিল। বল পরিবর্তন করার জন্য চতুর্থ আম্পায়ারকে ডাকা হয়। মাঠের আম্পায়ারেরা যে বল বেছে দেন, সেটি দেখে মোটেই ১০ ওভারের পুরনো বল মনে হচ্ছিল না। আরও পুরনো লাগছিল।
সিরাজ ফের আম্পায়ারের কাছে গিয়ে বল বদলানোর আবেদন করেন। তবে সেই বল আর বদলানো হয়নি। অনিচ্ছা সত্ত্বেও এখন ভারতকে সেই বলে খেলতে হয়।
এদিকে দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে ইংল্যান্ড ও ভারতের খেলোয়াড়রা মাঠের মাঝে হৃদয় আকারে দাঁড়িয়ে সম্মান জানান স্যার অ্যান্ড্রু স্ট্রসকে। কিছু শিশু ও কর্মকর্তারাও ছিলেন। ছোট্ট ছোট্ট হাতে শিশুরা বাজিয়ে তোলে সেরিমোনিয়াল বেল, দর্শকরা হাততালিতে সম্মান জানান। দুদলের ক্রিকেটারেরা লাল টুপি পরে সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
অনুষ্ঠানে কয়েক জন শিশু এবং তাদের অভিভাবকরাও ছিলেন লাল পোশাক পরে।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস তৈরি করেছেন রুথ স্ট্রস ফাউন্ডেশন। তাঁর স্ত্রী রুথ ক্যানসারে প্রয়াত হয়েছেন। স্ত্রীর স্মৃতিতে ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী সংস্থাটি গড়ে তুলেছেন স্ট্রস।