বান্দিপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষ, লস্কর কমান্ডার আলতাফ নিহত

Bandipora encounter Lashkar commander killed

Upload By K. Halder at 25th April 2025, 12:31 PM

বঙ্গবার্তা ব্যুরো,
পহেলগামে জঙ্গি হামলার পরেই গোটা উপত্যকায় চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সেই মতোই শুক্রবার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরার বাজিপোরা এলাকায় সেনার তল্লাশি অভিযান চলাকালে হঠাৎই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।

জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী এলাকা কর্ডন করে অপারেশন চালায়। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুরু হয় এই অভিযান।এই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লশকর-ই- তৈবার শীর্ষ কমান্ডার আলতাফ লাল্লির। সেনা-সূত্র উদ্ধৃত করে খবরে এই দাবি করা হয়েছে।


পহেলগামে হামলার পরের দিন অর্থাৎ বুধবার থেকেই এনকাউন্টার শুরু হয় কুলগামে। এর পরে বৃহস্পতিবারও সকাল থেকে সংঘর্ষ চলেছে উধমপুরে। শুক্রবার বান্দিপোরার সংঘর্ষ ফের নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।

এদিকে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতের ওপর হামলা চালায় পাক সেনা। যদিও এই পাক হামলার যথাযথ জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।পাক হামলার ঘটনায় এখনও ভারতের কেউ হতাহত হয়নি। পহেলগামে পর্যটকদের উপর হওয়া বর্বরোচিত হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তান ব্যস্ত নিজেদের দোষ ঢাকতে।

05:37